চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী দিনে মাঠে নামছে যারা
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মাঠে গড়াবে আজ। ৩৬ দলের ফরম্যাটে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। প্রতিযোগিতার প্রথম রাতেই মাঠে নামবে আর্সেনাল, রিয়াল মাদ্রিদসহ ১২টি দল।
বাংলাদেশ সময় আজ রাত ১০টা ৪৫ মিনিটে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাও এবং ইংলিশ ক্লাব আর্সেনাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিলবাওয়ের ঘরের মাঠ সান মামেসে। গেল মৌসুমে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনাল খেলেছিল আর্সেনাল।
অন্যদিকে ১০ মৌসুম পর চ্যাম্পিয়নস লিগের মঞ্চে ফিরেছে বিলবাও। সবশেষ ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব খেলেছিল স্প্যানিশ ক্লাবটি।
এদিকে রাত ১টায় চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ফরাসি ক্লাব মার্শেই। নতুন ফরম্যাট চালু হওয়ার পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে খেলছে মার্সেইর। ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।
একই সময়ে তুরিনের আলিয়াঞ্জ অ্যারেনায় জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথ্য দেবে জুভেন্টাস। এছাড়া লন্ডনে মুখোমুখি হবে ইংলিশ ক্লাব টটেনহ্যাম ও স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। দুই মৌসুম পর ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় ফিরেছে গত মৌসুমে ইউরোপা লিগজয়ী টটেনহ্যাম।
একনজরে আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের সব ম্যাচ
পিএসভি - ইউনিয়ন সেন্ট গিলোয়েস (রাত ১০টা ৪৫ মিনিট)
অ্যাথলেটিক বিলবাও - আর্সেনাল (রাত ১০টা ৪৫ মিনিট)
জুভেন্টাস - ডর্টমুন্ড (রাত ১টা)
বেনফিকা - কারাবাগ (রাত ১টা)
টটেনহ্যাম - ভিয়ারিয়াল (রাত ১টা)
রিয়াল মাদ্রিদ - মার্শেই (রাত ১টা)
আরও পড়ুন