Advertisement

কোন অঙ্কে CAFA নেশন্স কাপের ফাইনালে যেতে পারবে টিম ইন্ডিয়া?

এই সময়

প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫

ভারতীয় ফুটবল টিম,Ei Samay,
ভারতীয় ফুটবল টিম,Ei Samay,

CAFA নেশন্স কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ বৃহস্পতিবার। ‘B’ গ্রুপের ম্যাচে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। অন্য দিকে, ইরান নামবে তাজিকিস্তানের বিরুদ্ধে। কোন দল ফাইনালে উঠবে, সেটা নির্ভর করছে এই দুই ম্যাচের উপরেই। ম্যাচে নামার আগে একটা সমীকরণ স্পষ্ট। ফাইনাল হোক কিংবা থার্ড প্লেসের ম্যাচ, নক আউট পর্বে পৌঁছতে গেলে জিততেই হবে ভারতকে। গুরপ্রীত-সন্দেশরা না থাকলেও খালিদ জামিলের পাখির চোখ আফগানিস্তানের বিরুদ্ধে জয়। দেখে নেওয়া যাক, কোন অঙ্কে ফাইনালে পৌঁছতে পারে ভারতীয় দল।

পয়েন্ট টেবলে ভারতের অবস্থান

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবলে শীর্ষে রয়েছে ইরান। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তাজিকিস্তান। পয়েন্ট সমান হলেও গোলপার্থক্যে পিছিয়ে থাকায় তিনে রয়েছে ভারত। একটাও ম্যাচ না জেতায় চারে রয়েছে আফগানিস্তান।

No Room for Error 🙅‍♂️

The Blue Tigers go all in to fight it out in their final group stage match ⚔️

Can they make it to the final?

Catch the action, LIVE, only on FanCode 📲 #CAFANationsCup #BlueTigers #AFGvIND pic.twitter.com/R4bcxGGOiJ

আফগানিস্তানের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে। তাহলে ৬ পয়েন্টে পৌঁছবে তারা

অন্য ম্যাচে ইরানের বিরুদ্ধে জিতলে তাজিকিস্তানও ৬ পয়েন্টে পৌঁছবে।

সেক্ষেত্রে বড় ব্যবধানে জয় পেতে হবে ভারতকে।

তা হলে সুযোগ থাকবে গ্রুপ শীর্ষে ফিনিশ করার এবং ফাইনালে যাওয়ার।

ম্যাচ ড্র করলে বা হারলে শেষ হয়ে যাবে ফাইনালে যাওয়ার আশা।

তবে এখন দুরন্ত ফর্মে রয়েছে ইরান। তাই তাজিকিস্তানের কাছে তাদের হারের সম্ভাবনা কম। সে ক্ষেত্রে ভারতের ফাইনালে যাওয়ার সম্ভাবনা কম।

A post shared by Indian Football (@indianfootball)

কোন অঙ্কে নক আউটে যাবে ভারত?

দুই গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দুই দল মুখোমুখি হবে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে। এই পর্বে যেতে হলে কী করতে হবে?

ভারতকে জিততেই হবে আফগানিস্তানের বিরুদ্ধে। সেক্ষেত্রে ৬ পয়েন্টে পৌঁছবে তারা।

ড্র করলেও পৌঁছবে ৪ পয়েন্টে। তাতেও থাকবে নক আউটে যাওয়ার সম্ভাবনা।

সে ক্ষেত্রে তাজিকিস্তান বনাম ইরান ম্যাচ ড্র হতে হবে অথবা ইরানকে জিততে হবে।

Lading . . .