মেসিদের হালকাভাবে নিতে মানা পিএসজি কোচ এনরিকের
প্রকাশ: ২ জুলাই, ২০২৫

বার্সেলোনায় মেসিদের কোচ ছিলেন লুইস এনরিকে। সেসময় অনেক বড় ম্যাচ জিতেছিলেন, ঘরে তুলেছিলেন স্প্যানিশ লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এনরিকে এখন প্যারিস সেইন্ট জার্মেইনের দায়িত্বে এবং তার প্রতিপক্ষ বিশ্বজয়ী মেসি। মেসির মিয়ামিকে হালকাভাবে নিতে মানা করছেন তিনি।
এনরিকের দলে ছিলেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জর্ডি আলবা এবং সার্জিও বুসকেটস। বর্তমান ইন্টার মিয়ামির দলে আছেন চারজনই। এনরিকের শঙ্কা, ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে তার দলের যেকোনো ক্ষতি করতে পারেন মেসিরা।
‘ফুটবলে যারা ১০ সেকেন্ডের জন্য বিশ্রাম নেয়, তারা ইতিমধ্যেই জানে যে কোথায় আছে। এটা এমন নয় যে, তাদের স্তর এবং মান নিয়ে কোন সন্দেহ আছে, কারণ তারা এগুলো জমিয়ে রেখেছে। ইন্টার মিয়ামির আগের তিনটি খেলা এবং আগের কিছু খেলা দেখেছি এবং আমার মনে হয়েছে তাদের সেই বৈশিষ্ট্য আছে। যদি আমরা তাদের চাপে রাখতে না পারি, তাহলে তাদের উপর চাপ প্রয়োগ করা কঠিন হবে।’
‘যদি আমরা তাদের কাছ থেকে বল কেড়ে নিতে না পারি, তাহলে পরিস্থিতি ভালো হবে না, কারণ বুসকেটস এখনও একই রকম খেলে। লিও মেসি বলের ক্ষেত্রে অনন্য। লুইস সুয়ারেজের শেষ গোলটি দেখেছেন, মানিয়ে নেয়ার কী অসাধারণ দক্ষতা। জর্ডি আলবা এখনও একই রকম খেলছে।’
বিশ্ব ফুটবলে আমরা মেসিকে আলবার পাসের কথা সকলেই জানি। এটা বারবার ঘটে এবং প্রতি ম্যাচেই ঘটতে থাকে। যদি তাদের মাশ্চেরানোর মতো একজন কোচ থাকে তাহলে এটা স্পষ্ট যে, আমদের দুর্দান্ত পারফরম্যান্স করতে হবে এবং আক্রমণের তীব্রতা বজায় রাখতে হবে। অথবা তারা সহজেই খেলাটি জিতবে এতে কোন সন্দেহ নেই।’
২০২৩ সালে প্যারিস সেইন্ট জার্মেইন ছেড়ে আসা মেসি সাবেক ক্লাবের বিপক্ষে খেলবেন, যারা এবার লিগ জিতেছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রোববার রাত ১০টায়।