রিয়াল পেলো লিভারপুল-ম্যানসিটি, বার্সেলোনা পেলো পিএসজি-চেলসিকে
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। যেখানে কোনো গ্রুপ পর্ব থাকছে না। লিগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। যার চারটি ঘরের মাঠে, চারটি খেলবে অ্যাওয়ে তথা অন্যদের মাঠে।
সে হিসেবে মোনাকোয় আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো চ্যাম্পিয়ন্স লিগের ড্র। প্রথম রাউন্ডে আবারও লিভারপুলকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল। ইউরোপের সফলতম দলটি খেলবে আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষেও। বার্সেলোনার সামনে পড়েছে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি ও ফিফা ক্লাব বিশ্বকাপজয়ী চেলসির মতো দল।
ঘরের মাঠে রিয়ালের চার প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, মার্সেই ও মোনাকো। চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা বাকি চারটি ম্যাচ খেলবে লিভারপুল, বেনফিকা, অলিম্পিয়াকোস ও কাইরাত আলমাহতির মাঠে।
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল ও সিটির লড়াই গত কয়েক বছর ধরে প্রায় নিয়মিত। ২০২২ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত আটবার দেখা হয়েছে দুই এই দলের।
বার্সেলোনা ঘরের মাঠে খেলবে পিএসজি, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, অলিম্পিয়াকস ও কোপেনহেগেনের বিপক্ষে। হান্সি ফ্লিকের দলের বাকি চার ম্যাচ চেলসি, ক্লাব ব্রুজ, স্লাভিয়া প্রাহা ও নিউক্যাসল ইউনাইটেডের মাঠে।
প্রাথমিক র্যাংকিং অনুযায়ী চারটি পটের প্রতিটিতে রাখা হয় ৯টি করে দল। ড্রয়ে প্রতিটি পট থেকে একটি দলের দুটি করে প্রতিপক্ষ নির্বাচন করা হয়।
রাউন্ড রবিন লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার প্রথম আটটি দল সরাসরি জায়গা করে নেবে শেষ ষোলোয়। আর টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলোর মধ্যে হোম-অ্যাওয়ে দুই লেগের প্লে-অফ লড়াই শেষে আটটি দল পাবে শেষ ষোলোর বাকি আটটি টিকেট।
নকআউট পর্ব হবে যথারীতি আগের মতোই। ফাইনাল মাঠে গড়াবে ২০২৬ সালের ৩০ মে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়।
পিএসজি: বায়ার্ন মিউনিখ (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), আতালান্তা (হোম), বায়ার লেভারকুসেন (অ্যাওয়ে), টটেনহ্যাম হটস্পার (হোম), স্পোর্টিং সিপি (অ্যাওয়ে), নিউক্যাসল ইউনাইটেড (হোম), আথলেতিক বিলবাও (অ্যাওয়ে)।
রিয়াল মাদ্রিদ: ম্যানচেস্টার সিটি (হোম), লিভারপুল (অ্যাওয়ে), জুভেন্টাস (হোম), বেনফিকা (অ্যাওয়ে), মার্সেই (হোম), অলিম্পিয়াকস (অ্যাওয়ে), মোনাকো (হোম) কাইরাত আলমাহতি (অ্যাওয়ে)।
ম্যানচেস্টার সিটি: বরুশিয়া ডর্টমুন্ড (হোম), রিয়াল মাদ্রিদ (অ্যাওয়ে), বায়ার লেভারকুসেন (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), ন্যাপোলি (হোম), বুদে/গ্লিম্ট (অ্যাওয়ে), গ্যালাতাসারে (হোম), মোনাকো (অ্যাওয়ে)।
বায়ার্ন মিউনিখ: চেলসি (হোম), পিএসজি (অ্যাওয়ে), ক্লাব ব্রুজ (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), স্পোর্টিং সিপি (হোম), পিএসভি আইন্দহোভেন (অ্যাওয়ে), ইউনিয়ন সাঁ জিলোয়াজ (হোম), পাফোস (অ্যাওয়ে)।
লিভারপুল: রিয়াল মাদ্রিদ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), অ্যালেটিকো মাদ্রিদ (হোম), আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (অ্যাওয়ে), পিএসভি আইন্দহোভেন (হোম), মার্সেই (অ্যাওয়ে), কারাবাখ (হোম), গ্যালাতাসারে (অ্যাওয়ে)।
ইন্টার মিলান: লিভারপুল (হোম), বরুশিয়া ডর্টমুন্ড (অ্যাওয়ে), আর্সেনাল (হোম), অ্যাটলেটিকো মাদ্রিদ (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাহা (হোম), আয়াক্স (অ্যাওয়ে), কাইরাত আলমাহতি (হোম), ইউনিয়ন সাঁ জিলোয়াজ (অ্যাওয়ে)।
চেলসি: বার্সেলোনা (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), বেনফিকা (হোম), আটালান্টা (অ্যাওয়ে), আয়াক্স (হোম), ন্যাপোলি (অ্যাওয়ে), পাফোস (হোম), কারাবাখ (অ্যাওয়ে)।
বরুশিয়া ডর্টমুন্ড: ইন্টার মিলান (হোম), ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে), ভিয়ারিয়াল (হোম), জুভেন্টাস (অ্যাওয়ে), বুদে/গ্লিম্ট (হোম), টটেনহ্যাম হটস্পার (অ্যাওয়ে), অ্যাথলেতিক বিলবাও (হোম), কোপেনহেগেন (অ্যাওয়ে)।
বার্সেলোনা: পিএসজি (হোম), চেলসি (অ্যাওয়ে), আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (হোম), ক্লাব ব্রুজ (অ্যাওয়ে), অলিম্পিয়াকস (হোম), স্লাভিয়া প্রাহা (অ্যাওয়ে), কোপেনহেগেন (হোম), নিউক্যাসল ইউনাইটেড (অ্যাওয়ে)।