মিয়ামি ‘দুর্বল’ হলেও মেসিদের উপর ‘ভরসা’ মাশ্চেরানোর
প্রকাশ: ২ জুলাই, ২০২৫

ইন্টার মিয়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেছেন, ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় নিখুঁত একটি ম্যাচ খেলা প্রয়োজন। ক্লাব বিশ্বকাপে ষোলোর মঞ্চে ইউরোপের গত মৌসুমের ক্লাব পিএসজির বিপক্ষে খেলবে তার দল। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে তার দল একটু দুর্বল বলেও স্বীকার করেছেন আর্জেন্টাইন কোচ।
লুইস এনরিকের দলের বিপক্ষে নামার আগে মাশ্চেরানো বলেছেন, ‘এটা স্পষ্ট এবং আমরা বোকা নই। আমরা জানি যে, ম্যাচে আমরা দুর্বল দল, এটা স্পষ্ট। এর মানে এই নয় যে, আমাদের শেষটা আগেই বলে ফেলতে পারেন। আমরা লড়াই করব, এটাই আসল কথা।’
‘আমার মনে হয় ম্যাচের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের সেরা পারফরম্যান্স দেখানো। কেবল বিশাল সমৃদ্ধ প্রতিপক্ষের বিরুদ্ধেই নয়, এমন একটি দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হওয়া, যারা আমাদের দেখিয়েছে যে কিছু দিক থেকে তারা শুধু নিখুঁত একটি দল নয়, তারা আমাদের বিপদে ফেলতে পারে। ম্যাচে আমাদের সুবিধা নেয়ার উপায় খুঁজে বের করতে হবে।’
পিএসজিকে অবশ্য মাশ্চেরানো আশাহতও হচ্ছেন না। দলের অন্যতম সেরা মেসি এবং বাকি সদস্যদের উপর ভরসা রাখছেন।
আর্জেন্টাইন কোচ বলেছেন- ‘দলের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। কিন্তু আমরা সবকিছু ঠিকঠাক করেছি, এবং আবারও সেটাই করতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখনও কিছুই শেষ হয়নি এবং দলটি আজ কী করেছে তা বিশ্লেষণ করতে আমি দ্বিধা করব না। আমি বিশ্বাস করতে চাই যে, আমাদের এখনও এ প্রতিযোগিতায় অংশগ্রহণ জারি রাখার সুযোগ আছে।’