Advertisement

মেসির সঙ্গে তুলনা নিয়ে মুখ খুললেন ইয়ামাল

জনকণ্ঠ

প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্প্যানিশ ফুটবলের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল বিশ্বফুটবলের কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে তার নিয়মিত তুলনা নিয়ে অবশেষে মুখ খুলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তরুণ ফরোয়ার্ড বলেছেন যে, তিনি এমন মহান খেলোয়াড়ের সঙ্গে তুলনা করাকে সম্মানজনক মনে করলেও, নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করতে চান।

বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলে নিজের অসাধারণ প্রতিভা এবং মাঠের জাদুকরী পারফরম্যান্স দিয়ে ইতিমধ্যেই নজর কেড়েছেন ১৭ বছর বয়সী ইয়ামাল। তার বাঁ পায়ের ড্রিবলিং ক্ষমতা, গোল করার প্রবণতা এবং লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা – এসবই তাকে মেসির সঙ্গে তুলনার জন্ম দিয়েছে।

সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, "মেসির মতো একজন কিংবদন্তির সঙ্গে তুলনা করা হলে অবশ্যই ভালো লাগে। তিনি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়। তবে আমি মনে করি, আমাকে আমার নিজের পথ তৈরি করতে হবে। আমি লামিন ইয়ামাল হিসেবে পরিচিত হতে চাই, এবং আমার নিজস্ব স্টাইলে খেলতে চাই।"

তিনি আরও যোগ করেন, "মানুষের প্রত্যাশা থাকবেই, কিন্তু আমি সেদিকে মনোযোগ না দিয়ে নিজের খেলাকে উন্নত করার দিকেই বেশি মন দিচ্ছি। আমি জানি, আমাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে এবং প্রতিনিয়ত শিখতে হবে। আমার লক্ষ্য হলো দল এবং দেশের জন্য সেরাটা দেওয়া।"

ফুটবল বিশ্লেষকরা বলছেন, ইয়ামালের এই মন্তব্য তার পরিপক্বতা এবং বিনয়ী মনোভাবেরই ইঙ্গিত দেয়। মেসির মতো বিশাল ছায়া থেকে বেরিয়ে এসে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে এই ধরনের মানসিকতা অত্যন্ত জরুরি। ইয়ামালের ভক্তরাও আশাবাদী যে, তিনি নিজের গতিপথেই এক উজ্জ্বল তারকায় পরিণত হবেন।

আরও পড়ুন

Lading . . .