Advertisement

বাফুফের নেক্সট গ্লোবাল স্টার বাছাই ম্যাচে ড্র করেছে রেড ও গ্রিন দল

চ্যানেল আই

প্রকাশ: ২ জুলাই, ২০২৫

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে প্রবাসী ও বংশোদ্ভূত খেলোয়াড়রা এসেছেন ট্রায়াল দিতে। দুদিনের ট্রায়াল শেষে তাদের দুই ভাগে ভাগ করে খেলানো হয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করেছে রেড ও গ্রিন দল।

ম্যাচের প্রথম গোল করেন এফাজ আবেদ। এরপর গোল করেন বিতোশেক চাকমা। এফাজের গোলের পর বিশোতেকের গোল আসে বিরতির আগে। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রেড দল। বিরতির পর গোলস্কোরার বিশোতেককে উঠিয়ে নেন কোচ।

পরে ম্যাচে ফেরে গ্রিন দল। দলটির হয়ে গোল করেন ইসা বিন জিয়া। ম্যাচে ১-১ সমতায় ফেরে গ্রিন দল। শেষ মিনিটে গ্রিন দলের নাভিদ ওয়ালিউল্লাহ জয়সূচক গোলটি করেন। এরপর শেষ বাঁশি বাজান রেফারি।

বয়সভিত্তিক ট্রায়ালের এ ম্যাচ দেখতে মাঠে প্রচুর দর্শক আসেন জাতীয় স্টেডিয়ামে। দুই গ্যালারি পরিপূর্ণ হয়ে যায়।

Lading . . .