Advertisement

অঘটন জার্মানির, সহজ জয় স্পেনের, ভালো খেলেও হোঁচট ডাচদের, মিশ্র ছবি ইউরোপের

এই সময়

প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫

মিশ্র ছবি ইউরোপে,Ei Samay,
মিশ্র ছবি ইউরোপে,Ei Samay,

FIFA বিশ্বকাপের বাছাইপর্বে গতকাল ইউরোপের চারটে দল খেলতে নেমেছিল। সেখানে অঘটনের মুখে পড়ল জার্মানি। স্লোভাকিয়ার ঘরের মাঠে খেলতে গিয়ে ২-০ গোলে হেরে গেল তারা। অন্যদিকে স্পেনে ও বেলজিয়াম জয় পেয়েছে। নেদারল্যান্ডস ড্র করেছে।

হেরে গের জার্মানি

ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল জার্মানি। কিন্তু তারা জিততে পারেনি। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে যায় জার্মানি। দ্বিতীয়ার্ধে স্লোভাকিয়া দ্বিতীয় গোল করে। দুই অর্ধের দুই গোলে হার নিশ্চিত জয় জার্মানদের। গোলদুটি করেন যথাক্রমে ডেভিন হ্যানকো ও স্ট্রেলেক। এই ম্যাচে হারটা ছিল জার্মানির ফুটবল বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ হার। এর আগে তারা ১৯৮৫, ২০১১ ও ২০২১ সালে হেরেছিল।

A post shared by DFB-Team (@dfb_team)

স্পেনের জয়

বুলগেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জিতেছে স্পেন। পুরো ম্যাচটা এক পেশে খেলেছে স্পেন। বলের ৭৮ শতাংশ দখল নিজেদের কাছে রেখেছিল স্পেন। তারা গোলে শট নেয় ২৪টি। বুলগেরিয়া নিজেদের ঘরের মাঠে মাত্র তিনটে শট রাখতে পারে।

এই ম্যাচে তিনটে গোলই স্পেন করেছে প্রথমার্ধে। ৫ মিনিটে গোল করেন মিলে ওইরাজ়াবাল, ৩০ মিনিটে করেন মার্ক কুকরেয়া। ৩৮ মিনিটে মিকেল মেরিনো তৃতীয় গোল করেন।

FIFA World Cup qualifier 2025

আটকে গেল নেদারল্যান্ডস

গ্রুপ G-র ম্যাচে খেলতে নেমেছিল নেদারল্যান্ডস ও পোল্যান্ড। ম্যাচটা ১-১ গোলে ড্র হয়। ডাচদের হয়ে একটি গোল করেন ডেনজ়েল ডামফ্রিস। তবে তারা এগিয়ে গেলেও সেটা ধরে রাখতে পারেনি, ম্যাচের ৮০ মিনিটে গোল শোধ করে পোল্যান্ড। নেদারল্যান্ডস বলের ৭৪ শতাংশ দখল রাখে নিজেদের হাতে। ১৪টা শট নিলেও একটির বেশি গোল করতে পারেনি।

ম্যাচ হার নিয়ে নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফান ডাইক জানান, একের পর এক গোল মিসের জন্যই তাদের ম্যাচ হাতছাড়া করতে হয়েছে।

A post shared by OnsOranje (@onsoranje)

বাকি ম্যাচগুলোর ছবি

লিচেনস্টাইন ০ : ৬ বেলজিয়াম

লাক্সেমবার্গ ১ : ৩ নর্দান আয়ারল্যান্ড

জর্জিয়া ২ : ৩ তুরষ্ক

লিথুয়ানিয়া ১ : ১ মাল্টা

কাজ়াখাস্তান ০ : ১ ওয়েলস

Lading . . .