Advertisement

সেই ক্ষুদে খেলোয়াড় রিয়াদের পাশে মোহামেডান ও বিএনপি

নয়াদিগন্ত

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

রিয়াদ
রিয়াদ

বেলুন বিক্রেতা মোহাম্মদ রিয়াদ। নেত্রকোনার এই ছেলে থাকে উত্তরায়। বাবার সাথে বেলুন বিক্রি করে। এরপরও বাবা কামরুল ইসলামের আপত্তি ডিঙ্গিয়ে ফুটবল খেলছে। সেই রিয়াদের মধ্যে রয়েছে ভবিষ্যতের তারকা হওয়ার ইঙ্গিত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ১১ বছর বয়সী এই নিরক্ষর ফুটবলারটির ভিডিও ভাইরাল হওয়ার পর তার পাশে দাঁড়িয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের চলতি সিজনের অধিনায়কের নাম ঘোষণার দিন। জাতীয় দলের ডিফেন্ডার মেহেদী হাসান মিঠুকে দেয়া হয় এবারের ক্যাপ্টেন্সি। ঢাকা মহানগর বিএনপির (উত্তর) আহ্বায়ক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এই ক্যাপ্টেন্সির আর্ম ব্যান্ড পরিয়ে দেন মিঠুকে। তখনই রিয়াদের পাশে থাকার ঘোষণা দেন আমিনুল।

মোহামেডানের সাবেক খেলোয়াড় আমিনুল একই সাথে ক্লাবটির স্থায়ী কমিটির সদস্যও। মোহামেডান ক্লাব রিয়াদের লেখাপড়াসহ ফুটবল অ্যাকাডেমিতে ভর্তি করানোর দায়িত্ব নিয়েছে। যাতে এই প্রতিভা হারিয়ে না যায়।

আমিনুল হক জানান, ‘বিএনপি দায়িত্ব নিচ্ছে এই ক্ষুদে ফুটবলারটি লালন-পালনের।’

অন্যদিকে মোহামেডান কর্মকর্তা মঞ্জুরুল করিমের দেয়া তথ্য হলো, ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান প্রতি মাসে রিয়াদকে বেতন দেবে। সাথে লেখাপড়ার সব দায়িত্ব।

আর রিয়াদের ভাষ্য, সে হামজার মতো বড় খেলোয়াড় হতে চায়।

Lading . . .