Advertisement

অভিনব উপহারে অভিভূত নেইমার

যুগান্তর

প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫

পিএসজির উপহার। সংগৃহীত ছবি
পিএসজির উপহার। সংগৃহীত ছবি

সাবেক ক্লাব পিএসজির দেওয়া উপহারে অভিভূত নেইমার। গত ৫ জুলাই চতুর্থবার বাবা হন সান্তোসের ব্রাজিলীয় ফরোয়ার্ড। প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে এটি নেইমারের দ্বিতীয় সন্তান।

কন্যাসন্তানের নাম রাখা হয়েছে মেল। তার সাবেক ক্লাব পিএসজি এ উপলক্ষ্যে অভিনব উপহার পাঠিয়েছে। সেই উপহার হলো—নেইমার এবং তার চার সন্তানের জন্য পিএসজির পাঁচটি জার্সি।

ফরাসি জায়ান্ট ক্লাবটির দেওয়া বিশেষ এই উপহারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেছেন নেইমার। ক্যাপশনে লিখেছেন, ‘ধন্যবাদ, পিএসজি।’

২০১৭ সালে দলবদলের রেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসেন নেইমার। প্যারিসের ক্লাবটির হয়ে ছয় মৌসুমে ৫টি লিগ শিরোপা জিতেছেন তিনি। বর্তমানে নিজের শৈশবের ক্লাব সান্তোসের হয়ে খেলছেন নেইমার। ক্লাবটির হয়ে ঘরোয়া সাফল্য পেলেও চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন পূরণ হয়নি এই ব্রাজিলিয়ানের। ২০২৩ সালের আগস্টে পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার।

আরও পড়ুন

Lading . . .