Advertisement

ঘরের মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন তো মেসি!

নয়াদিগন্ত

প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

লিওনেল মেসি |ইন্টারনেট
লিওনেল মেসি |ইন্টারনেট

যদিও ছন্দেই আছেন, তবে বয়সটা থেমে নেই মেসির। তাই না চাইলেও বাজতে শুরু করেছে বেলা শেষের বাঁশি। তবে হঠাৎ পাওয়া চোট বাড়িয়ে দিয়েছে দুশ্চিন্তা, ঘরের মাঠে ‘শেষ ম্যাচ’ খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

লিগস কাপে নেকসার বিপক্ষে ম্যাচে চোটে পড়েন মেসি। বাধ্য হয়েই ম্যাচের ১২ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় তাকে। তখন থেকেই ভক্ত-সমর্থকদের মনে প্রশ্ন, কত দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে?

মেসি চোট পাওয়ার পর বেশির ভাগ সংবাদমাধ্যম জানিয়েছিল, মেসিকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে। এমনকি লিগস কাপের বাকি সময় তাকে না-ও পাওয়া যেতে পারে।

তবে ইন্টার মায়ামি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডান পায়ের মাংসপেশিতে ছোটখাটো চোট পেয়েছেন মেসি। এটুকু পড়ে মেসির ভক্তরা প্রশান্তি পেতে পারেন। তবে আছে যদি-কিন্তুর হিসেবও!

যদি মেসি দ্রুত সুস্থ না হয়ে উঠেন বা সুস্থ হলেও ঠিক কবে মাঠে ফিরবেন, তা নিয়ে আছে শঙ্কা। বড় শঙ্কাটা জাতীয় দলের জার্সিতে মেসিকে ঘরের মাঠে আর দেখতে না পারার!

মাস খানেক পর জাতীয় দলের হয়ে মাঠে নামতে হবে মেসিকে। ৫ আগস্ট ভেনিজুয়েলার মুখোমুখি হবে তারা। যা চলতি বছর আর্জেন্টিনার মাটিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ।

এরপর আর্জেন্টিনা জাতীয় দলের সূচিতে পরবর্তী প্রতিযোগিতামূলক ম্যাচ রয়েছে আগামী বছরের মার্চে। স্পেনের বিপক্ষে ‘ফিনালিসিমা।’ যার ভেন্যু হতে পারে মেক্সিকো।

এরপরই ২০২৬ বিশ্বকাপে খেলতে নামবে আর্জেন্টিনা। যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। আর ধারণা করা যাচ্ছে, ৩৮ বছর বয়সী মেসি ২০২৬ বিশ্বকাপে খেলেই জাতীয় দলের ক্যারিয়ারে ইতি টানবেন।

এই ধারণা ও আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের বর্তমান সূচি অনুযায়ী, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিই ঘরের মাঠে জাতীয় দলের হয়ে মেসির সম্ভাব্য শেষ ম্যাচ। ফলে মেসির চোট ভাবাচ্ছে সমর্থকদের।

প্রশ্ন উঠেছে, বর্তমান চোট থেকে সময়মতো সেরে উঠতে না পারলে মেসি ওই ম্যাচে খেলতে পারবেন তো? অন্যথায় হয়তো ঘরের মাঠে আর না খেলেই বিদায় নিতে হবে মেসিকে। অবশ্য আর্জেন্টিনা চাইলে মেসিকে বিদায় দিতে এক বণাঢ্য প্রীতি ম্যাচও আয়োজন করতে পারে।

Lading . . .