বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সাফজয়ী নারী ফুটবলার
প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে হল সংসদে প্রার্থী হয়েছেন সাফজয়ী নারী ফুটবলার রেহেনা আক্তার। তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের স্বতন্ত্র হিসেবে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে নির্বাচনে দাঁড়িয়েছেন। তার বিরুদ্ধে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার অপেক্ষায় এই নারী ফুটবলার।
রেহেনা আক্তার ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাফুফের ক্যাম্পে ছিলেন। ২০২৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এই ছাত্রী। বাংলাদেশ সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালে ৩-০ গোলে নেপালকে হারিয়ে।
জাতীয় দলে খেলা হয়নি রেহেনার। তবে বয়সভিত্তিক সবগুলো দলেই খেলেছেন ঝালকাঠির এই যুবতী। সাফের বাইরে তিনি বেশ কয়েকটি বয়সভিত্তিক দলের হয়ে এশিয়ান কোয়ালিফায়ার্স খেলেছেন।
খেলাধুলার লেখাপড়ার পাশাপাশি রেহেনার সাংগঠনিক কাজেও সম্পৃক্ততা আছে। ঝালকাঠি রাজাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে আছেন রেহেনা আক্তার।
ডাকসুর হল সংসদে নির্বাচন করা প্রসঙ্গে রেহেনা আক্তার বলেন, ‘যখন জানলাম নির্বাচন হবে তখনই সিদ্ধান্ত নিলাম ভোটে দাঁড়ানোর। আমার ইচ্ছা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মেয়েদের খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধির চেষ্টা করা। বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক হিসেবে কাজের সেই সুযোগ পাবো। ক্রীড়াবিদ বলে অনেকের সাথেই আমার ভালো সম্পর্ক। পরিচিতিও আছে অনেক। এক কথায় হলের অনেকেই আমাকে ভালোবাসেন। তাই আমার বিপক্ষে কোনো প্রার্থী দাঁড়াননি।’
আরও পড়ুন