প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

সাম্প্রতিক সময়ে মাঠে সময়টা ভালো যাচ্ছে না নেইমার জুনিয়রের। লম্বা সময় ধরে লড়াই করছেন চোটের সঙ্গে। চোট কাটিয়ে ফিরলেও আবারো অল্প সময়ের মধ্যেই চোটে পড়ে যাচ্ছেন। তবে মাঠের বাইরে ভালো সময় কাটছে নেইমারের।
গত ৫ জুলাই সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম নিয়েছে নেইমারের চতুর্থ সন্তান। কন্যাসন্তানের নাম রাখা হয়েছে মেল। মেল নেইমারের চতুর্থ সন্তান হলেও ব্রুনা বিয়ানকার্দির দ্বিতীয় সন্তান। এই জুটির প্রথম সন্তান মাভি।
ব্রাজিলিয়ান তারকার নতুন করে বাবা হওয়া উপলক্ষে তার জন্য বিশেষ উপহার পাঠিয়েছে সাবেক ক্লাব পিএসজি। নেইমারের এই আনন্দের মুহূর্ত স্মরণীয় করে রাখতে পিএসজি নেইমার এবং তার চার সন্তানের জন্য পাঁচটি জার্সি পাঠিয়েছে। সেই জার্সিগুলোয় প্রত্যেকের নামের পাশাপাশি নেইমারের জার্সি নম্বরও (১০) আছে।
পিএসজির দেওয়া বিশেষ এই উপহারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেছেন নেইমার। ক্যাপশনে লিখেছেন, ‘ধন্যবাদ, পিএসজি।’
নেইমারের প্রথম প্রেমিকা কারোলিনা দান্তাসের গর্ভে তার প্রথম সন্তানের জন্ম হয়। ২০১১ সালে এই জুটি জন্ম দেয় পুত্র দাভি লুকার। সেই প্রেমিকার সঙ্গে নেইমারের বিচ্ছেদ্য হলেও ছেলে দাভি এখনো নেইমারের সঙ্গেই থাকে।
এরপর ব্রুনার সঙ্গে সম্পর্ক হয় নেইমারের। তাদের প্রথম সন্তান মাভির জন্মের পর সাময়িক বিচ্ছেদ হয়েছিল ২০২৪ সালে। তখন ব্রাজিলিয়ান মডেল-ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির সঙ্গে জুটি বাঁধেন নেইমার। সেই জুটির কোলেও এসেছে নেইমারের আরেক কন্যা—হেলেনা।
এইচজেএস