Advertisement

ইনজুরিতে মাঠের বাইরে লেভানদোভস্কি

নয়াদিগন্ত

প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

রবার্ট লেভানদোভস্কি |সংগৃহীত
রবার্ট লেভানদোভস্কি |সংগৃহীত

বাঁ-উরুর হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠের বাইরে ছিটকে গেছেন বার্সেলোনার তারকা ফুটবলার পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি।

নতুন মৌসুমের শুরু থেকে লেভানদোভস্কিকে পাবে না বলে নিশ্চিত করেছে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, আগামী রোববার হুয়ান গাম্পার ট্রফিতে ইতালিয়ান ক্লাব কোমোর বিপক্ষে ম্যাচে লেভানদোভস্কিকে পাওয়া যাবে না।

এমনকি স্প্যানিশ ফুটবল লিগে ১৬ আগস্ট মায়োর্কার বিপক্ষে বার্সেলোনার প্রথম ম্যাচেও অনিশ্চিত লেভানদোভস্কি।

লেভানদোভস্কির ইনজুরিতে ম্যাচের শুরু থেকে একাদশে সুযোগ পেতে পারেন ফেরান তোরেস বা মার্কাস রাশফোর্ড। এমনকি দানি ওলমোকেও খেলাতে পারেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

গত মৌসুমে বার্সেলোনার হয়ে দারুণ ছন্দে ছিলেন লেভানদোভস্কি। ৫২ ম্যাচে ৪২ গোল করেছেন তিনি। বার্সেলোনার হয়ে লা-লিগা, কোপা ডেল’রে সুপার কাপের শিরোপা জয়ে বড় অবদান রাখেন ৩৬ বছল বয়সী লেভানদোভস্কি।

আরও পড়ুন

Lading . . .