Advertisement

মিয়ানমারকে হারিয়ে বাছাই পেরোতে চায় বাংলাদেশ

চ্যানেল আই

প্রকাশ: ২ জুলাই, ২০২৫

এবারে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল মিয়ানমার। ফিফা র‌্যাঙ্কিংয়ে তারা (৫৫) বাংলাদেশ নারী দলের (১২৮) চেয়ে অনেক এগিয়ে। পাঁচ বছর আগের সবশেষ দেখায় মিয়ানমারের কাছে তাদের মাঠেই বাংলাদেশ ৫-০তে হেরেছিল। বুধবার নতুন করে ম্যাচের চিত্র সাজাতে চাইছেন লাল-সবুজ দলের ফুটবলাররা।

ম্যাচের আগে বাফুফের ভিডিও বার্তায় মিডফিল্ডার স্বপ্না রানী বলেছেন, ‘যেহেতু আমাদের একটা বড় ম্যাচ, তাই সবাই আমরা ফোকাস রাখছি। সবার মনোযোগ এই ম্যাচ ঘিরে। বিকালে আমাদের ক্লাস আছে, সেখানে কোচ আমাদের যেভাবে নির্দেশনা দেবেন, ম্যাচে আমরা সেভাবে খেলার চেষ্টা করবো। আশা করছি ভালো একটা ম্যাচ হবে।’

ফরোয়ার্ড সুরভী আক্তার প্রীতি দিচ্ছেন ভালো খেলার প্রতিশ্রুতি, ‘আমরা খুব ভালো অনুশীলন করছি। কোচ যেভাবে নির্দেশনা দিচ্ছেন, সেটাই করার চেষ্টা করছি। ম্যাচে খুব ভালো রেজাল্ট করার চেষ্টা করবো। মাঠে নামার সুযোগ পেলে ভালো খেলার চেষ্টা থাকবে।’

এই মুহূর্তে দুদলের পয়েন্ট সমান ৩ করে। তবে বাংলাদেশের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ টেবিলে শীর্ষে মিয়ানমার। মূলত, এই দুদলের মধ্যে চলছে মূলপর্বের একটি টিকেটের লড়াই।

Lading . . .