Advertisement

রিয়ালের কিশোর প্রতিভাকে নিয়ে স্পেন-ফ্রান্সের টানাটানি

চ্যানেল আই

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

লিও লামেইত্রি
লিও লামেইত্রি

রিয়াল মাদ্রিদের লা ফেব্রিকার রক্ষণভাগে পরিচিত মুখ লিও লামেইত্রি। নজর কেড়েছেন কোচ জাভি আলোনসোরও। স্পেনে বেড়ে ওঠা কিশোর প্রতিভা খেলছেন স্পেন অনুর্ধ্ব-১৬ দলে। স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর, ফ্রান্স ফুটবলও ইতিমধ্যে লিওকে দলে নিতে চালাচ্ছে তোড়জোড়।

লা রোজাদের হয়ে খেলার স্বপ্ন লিওর। এজন্য স্পেনের বয়সভিত্তিক দলে খেলছেন। তবে এরমধ্যেই ফ্রান্সের ফুটবল ফেডারেশন তাদের হয়ে খেলতে আমন্ত্রণ জানিয়েছে লিওকে।

স্পেনে বেড়ে উঠলেও লিওর বাবা ফ্রান্সের নাগরিক। তাই পিতৃসূত্রে ফ্রান্সের হয়ে খেলতে পারবেন তিনি। যদি ফ্রান্সের আবেদনে সাড়া দেন, তাহলে আগামী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ দলে যুক্ত হতে পারবেন। আসর হবে আসছে নভেম্বরে।

যদিও লামেইত্রি এখনও কোন সিদ্ধান্ত দেননি। ১৬ বর্ষী সেন্টারব্যাক যারাগোজা ইয়ূথ ক্যাম্প থেকে রিয়াল মাদ্রিদ একাডেমিতে নাম লেখান ২০২১ সালে। ১২ বছর বয়সে রিয়ালে এসে যুব দলের হয়ে খেলেছেন ১৬ ম্যাচ।

Lading . . .