‘একেবারেই বিধ্বস্তকর’, জোতা-সিলভার শোকবার্তায় পর্তুগীজ ফেডারেশন
প্রকাশ: ৪ জুলাই, ২০২৫

গত মৌসুমে লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার পর পর্তুগালের হয়ে উয়েফা নেশনস কাপ জিতেছেন ডিয়েগো জোতা। ক্লাব বিশ্বকাপের বিরতিতে স্পেনে গিয়েছিলেন ছুটি কাটাতে। সেখানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি, সঙ্গে তার ভাই আন্দ্রে সিলভাও। তরুণ দুই ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে পর্তুগীজ ফুটবল ফেডারেশন।
শোক প্রকাশ করে ফেডারেশনটি বিবৃতিতে জানিয়েছে, ‘পর্তুগীজ ফুটবল ফেডারেশন এবং পুরো পর্তুগাল ফুটবল সম্প্রদায় ডিয়েগো জোতা ও আন্দ্রে সিলভার মৃত্যুতে পুরোপুরি বিধ্বস্ত। স্পেনে সকালে মারা যান তারা।’
‘ডিয়েগো জোতা দুর্দান্ত এক খেলোয়াড় ছিলেন, প্রায় ৫০ ম্যাচ পর্তুগালের হয়ে খেলা জোতা অসাধারণ ব্যক্তি ছিলেন। যিনি সতীর্থ, প্রতিপক্ষকে সম্মান করতেন। তিনি আনন্দকে নিজের মানুষের মাঝে ছড়িয়ে দিতেন।’
‘আমার এবং পর্তুগীজ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি তাদের পরিবার ও বন্ধ-বান্ধবের প্রতি। এছাড়া এফসি লিভারপুল ও এফসি পেনাফিয়েল প্রতিও সমবেদনা প্রকাশ করছি যেখানে তারা খেলতেন।’
‘পর্তুগীজ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে উয়েফার কাছে আবেদন করেছে পর্তুগাল ও স্পেন মেয়েদের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে এক মিনিট নীরবতা পালনের জন্য। আমরা দুজন চ্যাম্পিয়নকে হারিয়েছি। ডিয়েগো এবং আন্দ্রে সিলভার মৃত্যুতে পর্তুগীজ ফুটবলের অপূরণীয় ক্ষতি হয়েছে, যাদের প্রতি সম্মান জানাতে আমরা সবকিছু করব।’
বৃহস্পতিবার ভোরে স্পেনের জামেরা প্রদেশে প্যালাসিওস ডি সানাব্রিয়া শহরের কাছে এ-৫২ হাইওয়ের ৬৫ কিলোমিটারে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তাদের গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মারা যান দুজন।