Advertisement

ফুটবলারদের ‘নেপাল ট্রমা’ কাটাতে যা করতে চায় বাফুফে

যুগান্তর

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার বিকালে নেপাল থেকে দেশে ফিরেছেন জামাল ভূঁইয়ারা। বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে টিম কন্টিনজেন্টের পাশাপাশি ম্যাচ কভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকরাও ফিরেছেন।

ছাত্র-জনতার আন্দোলনে মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সরকারের পতন হয়। কাঠমান্ডুজুড়ে জ্বালাও-পোড়াও হয়েছে। বাংলাদেশ ফুটবল দল কাঠমান্ডুতে যে হোটেলে ছিল তার পাশেও আগুন জ্বলছিল। ফুটবলাররা শঙ্কায় ছিলেন। দুই-তিনদিন হোটেলবন্দি থাকায় মানসিকভাবে ছিলেন বিপর্যস্ত।

ফুটবলারদের সেই তিনদিনের ট্রমা কাটানোর ব্যাপারে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আমাদের চিকিৎসার প্রক্রিয়া রয়েছে। সেখানে অবশ্যই আমরা মানসিক কোচিং, সাইকোলজিক্যাল সাপোর্ট দেব, যাদের প্রয়োজন হয়। যাদের লাগবে না তাদেরও আমরা অ্যাসেসমেন্ট করব। কারণ অনেক সময় এরকম পরিস্থিতিতে ফিজিক্যাল শক হয়। আমরা এ বিষয়ে সচেতন। পাশাপাশি বাংলাদেশ আর্মড ফোর্সের মেডিক্যাল টিম প্রস্তুত ফুটবলারদের বিশেষভাবে চিকিৎসাজনিত কিছু প্রয়োজন হলে।’

আর্মড ফোর্সড ডিভিশনের ডিজি অপারেশন্স অ্যান্ড প্ল্যান ব্রিগেডিয়ার জেনারেল আলীম নিরাপদে দেশ প্রত্যাবর্তনের এই মিশনে সংশ্লিষ্ট সবপক্ষকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

Lading . . .