জাপান সৌদি থাই ক্লাবের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টায় বাফুফে
প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে খেলার আগে জাতীয় দলকে আরও ভালভাবে প্রস্তুত করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। ইতিমধ্যে নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলা চূড়ান্ত হয়েছে। এতে চলবেনা আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চাইছে তারা। এ জন্য সৌদি আরব, কাতার, জাপান এবং থাইল্যান্ডের ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ করছে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি। এই ম্যাচে খেলবেন হামজা ও সমিত সোম। এছাড়া হংকং ম্যাচের আগে লম্বা সময়ের জন্য হাইপ্রোফাইল ফুটবলারদের পেতেই সেপ্টেম্বর উইন্ডোতে তাদের বিশ্রাম দেওয়া হয়েছে বলেও জানান তিনি।এশিয়ান কাপ বাছাইয়ে হংকং মাঠে নামবে জাপান, সাউথ কোরিয়া আর চীনের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নিয়ে, সেখানে বাংলাদেশ খেলবে শুধু নেপালের বিপক্ষে! যে বিষয়টি অনুধাবন করেছে খোদ ফুটবল ফেডারেশন। আর তাই অক্টোবরে জামালদের জন্য একটি বা দুটো হাই ইন্টেন্স ম্যাচের আয়োজন করতে চাইছে বাফুফে।ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় এই ম্যাচের জন্য কোনো জাতীয় দল পাবে না বাংলাদেশ। তবে চাইলেই ম্যানেজ করতে পারে বড় কোনো ক্লাব। সেটা মাথায় রেখেই কাজ করছে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি। প্রস্তাব দেওয়া হয়েছে সৌদি আরব, কাতার, চীন, জাপান এবং থাইল্যান্ডের বেশ কয়েকটি ক্লাবকে। দুই অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচ। এ বিষয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, ‘নেপালের পরে আমরা আরও এক-দুটি প্রীতি ম্যাচ খেলব, যেটা আমাদের উইন্ডোতে থাকবে না। কাতার, সৌদি আরব, ইস্ট এশিয়া আছে; জাপান, চীন; তাদেরও বেশ কিছু ক্লাব আছে। আবার সাউথ ইস্ট এশিয়াতে সবচেয়ে বড় লিগ কিন্তু এখন থাই লিগ। থাইল্যান্ডের টপ ক্লাবের বিপক্ষে কিন্তু খেলার পরিকল্পনা আছে। যে আসতে পারে তাকে আমরা আমন্ত্রণ জানাবো। জাতীয় দলের বাইরে কোনো ক্লাব টিমের সঙ্গে খেলা হবে, এটা আমি বলতে পারি।’
সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলিতে খেলবেন না হামজা-সমিত। অনূর্ধ্ব-২৩ দলের পরিকল্পনায় থাকায় খেলা হবে না ফাহামেদুল ও কিউবা মিচেলের। তবে দুই অক্টোবরের এই প্রস্তুতি ম্যাচে খেলবেন তাদের সবাই। কারণ হংকং’র মতো শক্তিশালী প্রতিপক্ষ সামাল দেওয়ার আগে সেরা একাদশ নিয়ে প্রস্তুতির সর্বোচ্চটাই নিতে চায় বাফুফে। তাবিথ আউয়াল বলেছেন, ‘ওরা নিশ্চিত করেছে, অক্টোবরে আসবে একটু লম্বা সময়ের জন্য। আমরা যদি তাদের অনুশীলনের জন্য আনি, তাদের কিন্তু ফিফা উইন্ডোর বাইরে আসতে হবে। যাবে কিন্তু আবার অনেক পরে। হংকংয়ের বিপক্ষে ম্যাচ শেষ করে যাবে। তাই সেপ্টেম্বরে তারা আসছে না। যদি আসতো সেপ্টেম্বরের ১১ তারিখের দিকে চলে যেত। আবার আমরা চাচ্ছি অক্টোবরের ১ তারিখের আগে আসুক। এভাবে হচ্ছে না। আমরা ঠিক করেছি, অক্টোবরের ম্যাচের প্রস্তুতি নিতে। অক্টোবরে হামজা-সমিতের সঙ্গে অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলারদের নিয়ে পুরো স্কোয়াড তৈরি করা হবে।’নেপাল ম্যাচ সামনে রেখে ১৩ আগস্ট জাতীয় দলের ক্যাম্প শুরু করবে বাফুফে। আর এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ের জন্য বাফুফের পরিকল্পনা, দল অনুশীলন করুক দেশের বাইরে। সেই আলোচনায় বাহরাইনের নাম শোনা গেলেও, আয়োজক ভিয়েতনামের কন্ডিশন বিবেচনায় সিদ্ধান্ত নেবে বাফুফে।
আরও পড়ুন