Advertisement

এমবাপের দাপটে জয় ১০ জনের রিয়ালের, ইয়ামালকে ছাড়াই নামছে বার্সেলোনা

এই সময়

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

লা লিগায় দুরন্ত ফর্মে রিয়াল মাদ্রিদ,Ei Samay,
লা লিগায় দুরন্ত ফর্মে রিয়াল মাদ্রিদ,Ei Samay,

আগামী সপ্তাহ থেকে শুরু চ্যাম্পিয়ন্স লিগ। তার আগে লা লিগায় দুরন্ত ফর্ম জারি রাখল রিয়াল মাদ্রিদ। এ বার শুরু থেকেই অপ্রতিরোধ্য দেখাচ্ছে খাবি আলন্সোর টিমকে। এই নিয়ে টানা চার ম্যাচে জয় পেল তারা। অ্যাওয়ে ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে দিলেন এমবাপে-ভিনিসিয়াসরা। এই নিয়ে চারটি ম্যাচের প্রত্যেকটায় স্কোরশিটে নাম তুললেন এমবাপে। তাই ডিন হাউসেন লাল কার্ড দেখে বেরিয়ে গেলেও জয় পেতে সমস্যা হয়নি দশজনের রিয়ালের। অন্য ম্যাচে বিয়ারিয়ালের বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল আতলেতিকো মাদ্রিদ।

ম্যাচের ১২ মিনিটেই এমবাপের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। কিন্তু ৩২ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন রিয়ালের নতুন ডিফেন্ডার ডিন হাউসেন। তবে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই নিয়ে রিয়ালের জার্সিতে ৯ ম্যাচ খেলে দ্বিতীয় লাল কার্ড দেখলেন হাউসেন। প্রথমার্ধেই ১০ জন হয়ে যাওয়ায় কিছুটা চাপ বাড়ে রিয়ালের উপরে। তবে ৪৪ মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান বাড়ান আর্দা গুলের।

A post shared by LALIGA (@laliga)

সেকেন্ড হাফে ম্যাচে ফেরার চেষ্টা চালায় সোসিয়েদাদ। ৫২ মিনিটে মিকেল ওয়ারজ়াবাল পেনাল্টি থেকে এক গোল করে ম্যাচকে প্রাণবন্ত করে তোলেন। কিন্তু মাদ্রিদের কিপার থিবাউট কুর্তোয়া কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়ে জয় এনে দেন টিমকে।

Lo de estos dos... ¡Mamita querida! 😮‍💨 pic.twitter.com/waVQ4wB0hw

A post shared by LALIGA (@laliga)

অন্য ম্যাচে বিয়ারিয়ালের বিরুদ্ধে সহজেই জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। স্কোরশিটে নাম তোলেন পাবলো বারিওস এবং নিকো গঞ্জালেজ। চলতি মরশুমে লা লিগায় এই প্রথম জয় পেল আতলেতি।

And now we wait... #BarçaValencia pic.twitter.com/ta2f0t9Slp

অন্য দিকে রবিবার জয়ে ফেরার লক্ষ্যে নামছে বার্সেলোনা। হান্সি ফ্লিকের দলের প্রতিপক্ষ বালেন্সিয়া। চোটের জন্য এই ম্যাচে এই লামিনে ইয়ামাল। তবে ঘরের মাঠে তিন পয়েন্ট তুলে রিয়ালকে তাড়া করাই লক্ষ্য রাফিনিয়া-পেদ্রিদের।

Lading . . .