শক্তিশালী বাহরাইনকে ৭ গোলে হারিয়ে বাছাই শুরু বাংলাদেশের
প্রকাশ: ২ জুলাই, ২০২৫

মিয়ানমারের ইয়াংগুনে মেয়েদের এশিয়ান কাপ বাছাইয়ে শক্তিশালী বাইরাইনকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে ৭-০ গোলে জয় পেয়েছে আফঈদা খন্দকারের দল।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১২৮ নম্বরে, বাহরাইন ৯২ নম্বরে। মধ্যপ্রাচ্যের দলটি ৩৬ ধাপ এগিয়ে থাকলেও মাঠে দাপট দেখিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধেই প্রতিপক্ষকে ৫ গোল দেন তহুরা-ঋতুপর্ণরা। বিরতির পর যোগ করে আরও দুই গোল। বড় জয়ে বাছাই শুরু করেছে কোচ পিটার বাটলারের শিষ্যরা।
‘সি’ গ্রুপের লড়াইয়ে বাঘিনীদের হয়ে জোড়া গোল করেন তহুরা থাতুন। শামসুন্নাহার, ঋতুপর্ণা চাকমা, মোসাম্মৎ মুন্নি আখতার ও কোহাতি কিসকু একটি করে গোল করেন। অন্য গোলটি আসে বাইরানের রাওয়ান নাবিল আল আলির পা থেকে। নিজেদের জালে বল জড়ান এই ডিফেন্ডার।
ম্যাচের দশম মিনিটে লিড পায় বাংলাদেশ। বাহরাইন গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে বল পাঠান শামসুন্নাহার। ৬ মিনিট পর ঋতুপর্ণার চোখ জুড়ানো শটে দ্বিতীয় গোল পায় বাংলাদেশ। বাম প্রান্তে লম্বা ক্রস সুন্দর করে রিসিভ করে ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো কোনাকুনি শটে গোল করেন ঋতু।
৩০ মিনিটে তৃতীয়বার জালের দেখা পেয়েছিল লাল-সবুজের দল। তহুরা খাতুন হেডে বাহরাইন জালে বল পাঠান। তবে অফসাইডের কারণে বাতিল হয় গোল। ৪০ মিনিটে বাংলাদেশকে তৃতীয় গোলটি এনে দেন কোহাতি কিসকু। ডান প্রান্ত থেকে নেয়া ক্রসে বক্সে জটলার মধ্যে বল পেয়ে জালে পাঠান কোহাতি।
প্রথমার্ধে যোগ করা সময়ে জোড়া গোল করেন তহুরা। দুই মিনিটের ব্যবধানে বাহরাইন জালে দুবার বল পাঠান লাল-সবুজের ফরোয়ার্ড। ৫-০ গোলে লিড পেয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর ব্যবধান বাড়ে ৬০ মিনিটে। বাহরাইন ডিফেন্ডার রাওয়ান বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়ান। ৭৪ মিনিটে সপ্তম গোলটি করেন মুন্নি আক্তার। আরও একবার জালে বল পাঠায় বাংলাদেশ। ৮৫ মিনিটে ডি বক্সে বল জালে জড়ান মোসাম্মৎ সাগরিকা। তবে অফসাইডের কারণে বাতিল হয়ে যায় গোল। পরে ৭-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাঘিনীরা।
বুধবার গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ।