বিমান বাহিনীর বিশেষ বিমানে দেশে ফিরলেন জামালরা
চ্যানেল আই
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

নেপালের চলমান সরকার বিরোধী আন্দোলনের কারণে কাঠমাণ্ডুতে আটকা পড়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ এয়ারক্রাফটে দেশে ফিরিয়ে আনা হয়েছে জামাল ভূঁইয়াদের।
বিকেল সাড়ে ৪টার দিকে বিমান বাহিনীর বিশেষ বিমান সি-১৩০বি ফুটবল দলকে নিয়ে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
জামালদের আনতে কাঠমাণ্ডুর উদ্দেশ্যে এদিন সকাল ১১.৫৩ মিনিটে ঢাকা ছাড়ে বিশেষ বিমানটি। দুপুর আড়াইটার দিকে কাঠমাণ্ডু থেকে জাতীয় দলের সদস্য এবং আটকে পড়া সাংবাদিকদের নিয়ে কাঠমাণ্ডু ছাড়ে বিমান বাহিনীর ফ্লাইটটি।
বাংলাদেশ ফুটবল দল ৩ সেপ্টেম্বর নেপালে গিয়েছিল দুটি প্রীতি ম্যাচ খেলতে। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ গোল শূন্য ড্র হয়। দ্বিতীয় ম্যাচ ৯ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও আন্দোলনের কারণে সেটি বাতিল হয়ে যায়।