Advertisement

CFL-এর দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরল মোহনবাগান, ৪-০ হারাল কালীঘাটকে

এই সময়

প্রকাশ: ৮ জুলাই, ২০২৫

জয়ে ফিরল মোহনবাগান।,ছবি: আইএফঅ
জয়ে ফিরল মোহনবাগান।,ছবি: আইএফঅ

প্রথম ম্যাচে হারের হতাশা ভুলে, কলকাতা প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরল মোহনবাগান। বৃহস্পতিবার (৩ জুলাই) কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে ৪-০ উড়িয়ে দিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। প্রসঙ্গত, প্রথম ম্যাচে পুলিশ এসি-র কাছে ০-১ হেরে সমালোচনার মুখে পড়তে হয়েছিল বাগানকে। দলের কোচ ডেগি কার্ডোজ়োকে গো-ব্যাক স্লোগান শুনতে হয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচের পরেই বদলে গেল পুরো ছবি। কার্ডোজ়াকে নিয়েই এদিন ছিল মোহনবাগান সমর্থদের উচ্ছ্বাস।

প্রথম ম্যাচের ভুল শুধরে নিল মোহনবাগান

প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে এদিন সবুজ-মেরুন ব্রিগেড দুরন্ত ফুটবল খেলেছে। প্রথম ম্যাচে ছন্নছাড়া লেগেছিল পুরো দলকে। ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল স্পষ্ট। কিন্তু কালীঘাটের বিরুদ্ধে একেবারে পাল্টে গিয়েছিল দলের ভোল। এদিন অনেক সংঘবদ্ধ ফুটবল খেলে কার্ডোজ়ার টিম। সালাউদ্দিন, পাসান তামাং, টংসিন, সন্দীপরা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করেন। যার ফলও হাতেনাতে পায় গঙ্গা পারের ক্লাব। ২১ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন মোহনবাগানের অধিনায়ক সন্দীপ মালিক।

Mohun Bagan beat Kalighat Sports Lovers Association

১-০ এগিয়ে যাওয়ার পর আরও আগ্রাসী হয়ে ওঠে বাগান। আর সেই চাপটাই নিতে পারেনি কালীঘাট। আর তাতেই করে ফেলে বড় ভুল। ২৯ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করে বসেনন লেন ডৌঙ্গেল। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহনবাগান।

দ্বিতীয়ার্ধেও ছিল আগ্রাসী মেজাজে

দ্বিতীয়ার্ধেও একই ভাবে আগ্রাসী মেজাজে ফুটবল খেলতে শুরু করেন সন্দীপরা। ৫১ মিনিটের মাথায় দলের হয়ে তৃতীয় গোল করেন পাসাং দর্জি। ম্যাচের ৭৩ মিনিটে কফিনের শেষ পেরেকটি পোঁতেন আদিল আবদুল্লাহ। এমনকী একেবারে খেলার শেষের দিকে আরও একটা গোল করে ফেলেছিল মোহনবাগান। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। যাইহোক শেষ পর্যন্ত ৪-০ গোলে জিতে মাঠ ছাড়ে সবুজ-মেরুন। এই ম্যাচের পর কলকাতা লিগে মোহনবাগানের পয়েন্ট দু’ম্যাচে ৩। পয়েন্ট তালিকায় ছ’নম্বরে রয়েছে তারা।

Lading . . .