Advertisement

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের

বাংলানিউজটোয়েন্টিফোর

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের

বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আয়োজিত অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ‘এইচ’ গ্রুপে জায়গা পেয়েছে। বাছাই পর্বে অংশ নিচ্ছে মোট ২৭টি দেশ, যাদের ভাগ করা হয়েছে আটটি গ্রুপে। এর মধ্যে ‘এ’ থেকে ‘সি’ গ্রুপে রয়েছে চারটি করে দল এবং ‘ডি’ থেকে ‘এইচ’ গ্রুপে রয়েছে তিনটি করে দল।

‘এইচ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে এবং স্বাগতিক জর্ডান। এই বাছাই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত, আটটি দেশে আটটি ভেন্যুতে। গ্রুপ চ্যাম্পিয়নরা আগামী বছর ৩০ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত চীনে অনুষ্ঠেয় মূল পর্বে খেলার সুযোগ পাবে।

উল্লেখ্য, বাংলাদেশের সিনিয়র নারী দল চলতি বছরের মে মাসে জর্ডান সফর করেছিল এবং সেখানে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল। এবার অনূর্ধ্ব-১৭ দলকেও বাছাই পর্বে অংশ নিতে জর্ডান সফর করতে হবে।

এই প্রতিযোগিতার বাছাই পর্বের গ্রুপ নির্ধারণে এএফসি ২০১৭, ২০১৯ ও ২০২৪ সালের পারফরম্যান্স বিবেচনায় চারটি পট তৈরি করেছিল। বাংলাদেশের মেয়েরা ২০১৭ ও ২০১৯ সালে মূল পর্বে খেলেছিল বলে এবার ছিল শীর্ষ পটে। পট-১ থেকে সবার শেষে বাংলাদেশের নাম উঠলে তারা পড়ে ‘এইচ’ গ্রুপে।

বাংলাদেশের নারী ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা মূলত ২০১৬ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে মূল পর্বে ওঠার মাধ্যমে হয়েছিল। এরপর থেকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী ফুটবলের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদী ক্যাম্প পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এসেছে দুইবারের সাফ শিরোপা জয় ও সিনিয়র এশিয়া কাপে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন।

তবে ২০২৪ সালের সর্বশেষ আসরে মূল পর্বে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশের কিশোরীরা। এবার নতুন প্রজন্মের মেয়েরা পুরনো সেই সাফল্যের ধারায় ফিরতে পারে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা।

এদিকে, বাছাইপর্ব অক্টোবরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হওয়ায় সিনিয়র দলের দায়িত্বে থাকা কোচ পিটার বাটলারের এই টুর্নামেন্টে দলের সঙ্গে থাকার সম্ভাবনা খুবই কম।

এআর/আরইউ

আরও পড়ুন

Lading . . .