‘গ্রুপ অফ ডেথ’-এ PSG, কঠিন লড়াই ইন্তার-রিয়ালের, UCL-এ কার বিরুদ্ধে কে?
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

আসন্ন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বের খেলা শেষ হয়ে গিয়েছিল বুধবার। চমক দিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে পাফোস এফসি, বোদো/গ্লিমট, কাইরাত আলমাতির মতো দলগুলি। তাই ফুটবলপ্রেমীদের নজর ছিল চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের দিকে। অবশেষে অপেক্ষার অবসান। মোনাকোয় লিগ পর্যায়ের ড্র হয়ে গেল বৃহস্পতিবার। এই ড্রয়ের পরে স্পষ্ট হলো আসন্ন UCL-এ কার বিরুদ্ধে খেলবে কোন দল। কার্যত ‘গ্রুপ অফ ডেথ’-এ গতবারের চ্যাম্পিয়ন PSG। কেমন হলো বাকি সূচি?
এই মরশুমেও ৩৬টি টিম নিয়ে আয়োজিত হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। গতবারের মতোই একটি টিম প্রাথমিক পর্বে খেলবে আটটি দলের বিরুদ্ধে। এর মধ্যে চারটি হোম ম্যাচ, বাকি চারটি অ্যাওয়ে।
কঠিন লড়াই অপেক্ষা করছে লুইস এনরিকের PSG-র সামনে। গতবারের চ্যাম্পিয়নকে খেলতে হবে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, আতালান্তা, লেভারকুসেন, টটেনহ্যাম, স্পোর্টিং সিপি, নিউক্যাসলে ও আতলেতিক বিলবাওয়ের বিরুদ্ধে।
A post shared by Paris Saint-Germain (@psg)
রিয়াল মাদ্রিদের আট প্রতিপক্ষ
ম্যানচেস্টার সিটি, লিভারপুল, জুভেন্তাস, বেনফিকা, মার্সেই, অলিম্পিয়াকোস, মোনাকো ও নবাগত কাইরাত আলমাতির বিরুদ্ধে খেলবেন এমবাপে-ভিনিসিয়াসরা। ফের একবার ম্যান সিটি বনাম রিয়াল ম্যাচের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। নতুন চ্যালেঞ্জ কোচ জাবি আলন্সোর সামনেও।
📝✨ ¡Nuestros rivales en la @LigadeCampeones 2025/26! @adidasfootball pic.twitter.com/0c39tS5TEp
বার্সেলোনার ম্যাচ
গতবারের চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে হ্যান্সি ফ্লিকের বার্সা। এছাড়াও তাদের খেলতে হবে চেলসি, ফ্র্যাঙ্কফুর্ট, ক্লাব ব্রুজ, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাগ, কোপেনহাগেন ও নিউক্যাসলের বিরুদ্ধে।
A post shared by FC Barcelona (@fcbarcelona)
কাদের বিরুদ্ধে খেলবে লিভারপুল?
গতবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের ম্যাচ রিয়াল মাদ্রিদ, ইন্তার মিলান, আতলেতি, ফ্র্যাঙ্কফুর্ট, পিএসভি, মার্সেই, কারাবাগ ও গালাতাসারের বিরুদ্ধে। তুলনামূলক সহজ সূচি তাদের।
UCL-এর লিগ পর্বে চেলসির সূচি
ক্লাব বিশ্বকাপজয়ী চেলসি খেলবে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, বেনফিকা, আতালান্তা, আয়াখস, নাপোলি, পাফোস ও কারাবাগের বিরুদ্ধে।
Le nostre avversarie per la prossima @ChampionsLeague 🌍 #ForzaInter #UCL #UCLDraw pic.twitter.com/rvkllpMRQ5
কঠিন লড়াই ইন্তারের
গতবারের রানার্স ইন্তার মিলানের প্রতিপক্ষ লিভারপুল, ডর্টমুন্ড, আর্সেনাল, আতলেতিকো মাদ্রিদ, স্লাভিয়া প্রাগ, আয়াখস, কাইরাত ও ইউনিয়ন এসজি। লড়াইটা সহজ হবে না তাদের।
কাদের বিরুদ্ধে খেলবে ম্যান সিটি?
লিগ পর্যায়ে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, লেভারকুসেন, বিয়ারিয়াল, নাপোলি, বোদো, গালাতাসারে ও মোনাকো।
Our 2025/26 @ChampionsLeague league phase opponents 📋👇 pic.twitter.com/i2F4mmsVNu
তবে আরও একটি চমক রয়েছে এ বারের ড্র-য়ে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সময় এগিয়ে আনা হয়েছে। সাধারণত ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু হতো ফাইনাল। তবে এ বার ৩০ মে রাত সাড়ে ন’টায় শুরু হবে ফাইনাল ম্যাচ। আয়োজিত হবে বুদাপেস্তে। মূলত বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের আরো আকৃষ্ট করার জন্যই এই পদক্ষেপ।