প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

বয়স কেবলই একটি সংখ্যা, তা আবারো প্রমাণ করে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ সুপারস্টার আবারো দেখালেন কেন তিনি সর্বকালের সেরাদের একজন। প্রীতি ম্যাচে আবারো প্রমাণ করলেন তিনি এখনো গোল মেশিন। তার দুর্দান্ত হ্যাটট্রিকে রিও আভেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর।
শুক্রবার (৮ আগস্ট) এস্তাদিও আলগার্ভ স্টেডিয়ামে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে এই কীর্তি গড়েন রোলানদো। ম্যাচের ১৫ মিনিটে গোল করেন মোহামেদ সিমাকান। এরপরই মঞ্চে আসেন পর্তুগিজ সুপারস্টার।
বিরতির আগে জোয়াও ফেলিক্সের সাথে দারুণ বোঝাপড়ায় বক্সে ঢুকে ঝড়ো শটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।
৬৩তম মিনিটে নেলসন অ্যাবির হাতে বল লাগলে পেনাল্টি পায় আল নাসর। রোনালদো সুযোগটি সতীর্থ সাদিও মানেকে দিলেও তার শট ফিরিয়ে দেন গোলরক্ষক চেজারি মিজটা। তবে মাত্র ১৬ সেকেন্ড পরই হেড করে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো।
পাঁচ মিনিট পর আবারো অ্যাবি বক্সের ভেতর ফাউল করেন ফেলিক্সকে। এবার নিজেই পেনাল্টি স্পট থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ৪০ বছর বয়সী তারকা।
এর আগে দিনের শুরুতে রোনালদো ঘোষণা দেন, আল নাসরের সাথে নতুন চুক্তি ২০২৭ সাল পর্যন্ত তাকে সৌদি ক্লাবেই রাখবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, ‘নতুন অধ্যায় শুরু হলো। একই আবেগ, একই স্বপ্ন। চলুন একসাথে ইতিহাস গড়ি।’
২০২২ সালের শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগ দেয়ার পর থেকে ১০৫ ম্যাচে ৯৩ গোল করেছেন রোনালদো।