Advertisement

দিয়াবাতের ফাঁকা জায়গায় সেরা গোলদাতাকে দলে নিল মোহামেডান

যুগান্তর

প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫

24obnd

ঘরের ছেলে মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতের হাত ধরে ২৩ বছর পর লিগ শিরোপা জিতেছে মোহামেডান। দিয়াবাতে এখন মোহামেডানে অতীত। নতুন মৌসুমে মোহামেডান ছেড়ে আবাহনীতে যোগ দিয়েছেন তিনি। দিয়াবাতের অভাব পূরণ করতে রহমতগঞ্জ থেকে গত আসরের সর্বোচ্চ গোলদাতা ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটাং এবং ব্রাদার্স থেকে ডিফেন্ডার রহমত মিয়াকে দলে ভিড়িয়েছে মোহামেডান।

২০২১ সালের ৬ মার্চ সবশেষ নির্বাচন হয়েছে মোহামেডানে। দুই বছর মেয়াদি কমিটি দিয়েই চলছে ক্লাবটির কার্যক্রম। নির্বাচনের দাবিতে মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব ছেড়েছেন ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। তারকাসমৃদ্ধ ফুটবল দল গঠনের প্রত্যাশা ছিল সমর্থকদের। তরুণদের নিয়ে দল গড়ার পথে হাঁটছে ক্লাবটি।

দিয়াবাতের জায়গায় বোয়েটাংকে নিয়েছে মোহামেডান। ঘানার এই ফরোয়ার্ড সবশেষ লিগে দিয়াবাতের সমান ১৯ গোল করেছেন। মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব ও কোচ আলফাজ আহমেদের আশা, ২৭ বছর বয়সি বোয়েটাংও সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারবেন। বোয়েটাং ছাড়া ইয়ংমেন্স ফকিরেরপুলের উইঙ্গার রাফায়াল ট্রুডো ও গোলকিপার তায়েবকে দলভুক্ত করছে সাদা-কালোরা। আবাহনী থেকে আসছেন জাতীয় দলের স্ট্রাইকার সুমন রেজা। ব্রাদার্সের রহমত মিয়ার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এছাড়া অনূর্ধ্ব-১৯ দল থেকে পাঁচ ফুটবলারকে দলভুক্ত করছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

গত মৌসুমে মোহামেডানের হয়ে খেলা উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভ থাকছেন। নাইজেরিয়ান এমানুয়েল সানডেও দল ছেড়েছেন। তার জায়গায় আরও একজন বিদেশি স্ট্রাইকার নেবে ক্লাবটি। নকীব বলেন, ‘দুজন বিদেশি ফুটবলার নেওয়া হবে। পুরোনো খেলোয়াড়দের মধ্যে সৌরভ দেওয়ান, রাজু আহমেদ, মইনুল মইন, মাহবুব আলম, শাকিল আহাদ, মেহেদী হাসান, রিয়াদুল হাসান রাফি, মোহাম্মদ জুয়েল, আরিফ হোসেন, রহিম থাকছেন। ২০২৫-২৬ মৌসুমের জন্য স্থানীয় ফুটবলার নেওয়ার সময় শেষ। তাদের সঙ্গী হবেন বিদেশি ফুটবলাররা।’

Lading . . .