Advertisement

বিশ্বকাপ শিরোপা রেখে দেবেন ট্রাম্প?

চ্যানেল আই

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

বিশ্বকাপ শিরোপা হাতে হাস্নেজ্জ্বল ট্রাম্প
বিশ্বকাপ শিরোপা হাতে হাস্নেজ্জ্বল ট্রাম্প

সর্বোচ্চ দল নিয়ে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের ওভাল অফিসে শুক্রবার সংবাদ সম্মেলনে ড্রয়ের দিনক্ষণ জানান। ওয়াশিংটনের কেনেডি সেন্টারে হবে অনুষ্ঠান। এসময় উপস্থিত থাকা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে মজার ছলে ট্রাম্প বললেন, ‘শিরোপাটি কি আমি রেখে দিতে পারি?’

এর আগেও ১৯৯৪ বিশ্বকাপের ড্র হয়েছিল যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে। সেবার নিজেদের চতুর্থ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এবার ৩২ দল থেকে ৪৮ দলের বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্রসহ মেক্সিকো ও কানাডায়। এই বিশ্বকাপের ড্রয়ের ভেন্যুর চেয়ারম্যান খোদ ট্রাম্প। এ প্রসঙ্গে ইনফান্তিনো বলেছেন, ‘বিশ্বব্যাপী ড্রয়ের অনুষ্ঠানটির সম্প্রচার দেখবে শতকোটি মানুষ।’

ওভাল ওফিসে এদিন বিশ্বকাপ শিরোপা সঙ্গে আনেন ফিফা সভাপতি। এসময় দেখা যায় ট্রফিটি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছিলেন ট্রাম্প। কিছুটা মজার ছলে ফিফা সভাপতিকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটা দুর্দান্ত সোনার টুকরা। ওভাল অফিসে সাজিয়ে রাখার জন্য দারুণ কাজে দিবে। আমি কি এটি রেখে দিতে পারি?’

এর আগেও অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছিলেন ট্রাম্প। গত জুলাইয়ে দেশটিতে আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফিটি ওভাল অফিসে রেখে দেন তিনি। চ্যাম্পিয়ন চেলসিকে শিরোপাটির রেপ্লিকা দেয়া হয়েছিল। পরে অবশ্য শিরোপা ফেরত দিতে চেয়েছিলেন ট্রাম্প, কিন্তু ফিফা জানিয়েছিল এটি তিনি রেখে দিতে পারবেন। চেলসিকে তারা নতুন একটি বানিয়ে দেবে বলেও জানিয়েছিল ফিফা।

ক্লাব বিশ্বকাপের আয়োজন নিয়ে ট্রাম্প বলেছেন, ‘আমরা অনেক ব্যয় করেছি এমন সুন্দর আয়োজন করতে। যা দেশের অর্থনীতিতে ৩০ বিলিয়ন যোগ করবে। প্রায় দুলক্ষ নতুন কর্মসংস্থানেরও সুযোগ হবে।’

যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে হতে চলা ২০২৬ বিশ্বকাপের ১০৪ ম্যাচের মধ্যে ১৩টি করে ম্যাচ হবে কানাডা ও মেক্সিকোতে। এর মধ্যে ১০টি ম্যাচই গ্রুপ পর্বের। অন্যসব ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে।

Lading . . .