Advertisement

থুথু-কাণ্ডে সুয়ারেজ আরো তিন ম্যাচ নিষিদ্ধ

দৈনিক সংগ্রাম

প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

লিগস কাপ ফাইনালে বিতর্কিত ঘটনার জেরে ছয় ম্যাচের নিষেধাজ্ঞার পর এবার মেজর লিগ সকারেও (এমএলএস) বড় শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন ইন্টার মায়ামির তারকা লুইস সুয়ারেজ। এমএলএস জানিয়েছে, গত ৩১ আগস্ট সিয়াটল সাউন্ডার্সের এক স্টাফের ওপর থুতু ফেলার অপরাধে তাকে অতিরিক্ত তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর (শনিবার) শার্লট এফসির বিপক্ষে ম্যাচ থেকেই কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। এরপর ১৬ সেপ্টেম্বর সিয়াটল সাউন্ডার্স ও ২০ সেপ্টেম্বর ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচগুলোতেও খেলতে পারবেন না উরুগুয়ের এ ফরোয়ার্ড। এর আগে লিগস কাপ শৃঙ্খলাবিষয়ক কমিটি সুয়ারেজকে টুর্নামেন্টের পরের ছয় ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল। লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হারের পর মাঠেই তর্কে জড়িয়ে পড়েন। ইন্টারনেট

আরও পড়ুন

Lading . . .