১ ম্যাচে ২৬ পেনাল্টি! চতুর্থ ডিভিশনের ক্লাবের বিরুদ্ধে হেরে বিদায় ম্যান ইউর
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

প্রিমিয়ার লিগে এখনও জয় অধরা ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রথম ম্যাচে আর্সেনালের বিরুদ্ধে হারের পরে ফুলহ্যামের বিরুদ্ধে ড্র করেছে তারা। লিগ কাপের ম্যাচে জয়ে ফেরাই লক্ষ্য ছিল রুবেন আমোরিমের দলের। কিন্তু জয় তো দূরের কথা, নতুন এক লজ্জার নজির গড়ল ম্যানচেস্টার ইউনাইটেড। চতুর্থ ডিভিশনের ক্লাব গ্রিমসবি টাউনের কাছে হেরে লিগ কাপ থেকে বিদায় নিল ম্যান ইউ। নাটকীয় ম্যাচে টাইব্রেকারে ২৬টি পেনাল্টির পরে হলো ফয়সালা। আর কোন নজির তৈরি হয়েছে এই ম্যাচে?
১৯৪৮ সালের পরে এই প্রথম ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল গ্রিমসবি টাউন। আর ৭৭ বছর পরের এই সাক্ষাৎকার যতটাই স্মরণীয় গ্রিমসবি টাউনের জন্য, ততটাই লজ্জার ম্যান ইউর ক্ষেত্রে। এই ম্যাচে গোলকিপার হিসেবে দলে আন্দ্রে ওনানা। প্রথম একাদশে ছিলেন বেনজামিন সেসকোও।
🚨🚨| Manchester United have not won an away match against Grimsby Town since 1905. 🤯❌
[ @JacobsBen ] pic.twitter.com/jmgrqVEm9q
তা সত্ত্বেও প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ে ম্যান ইউ। সৌজন্যে,ওনানার জঘন্য গোলকিপিং। চার্লস ভের্নাম ও টাইরেল ওয়ারেনের গোলে লিড নেয় গ্রিমসবি টাউন। এর পরে একাধিকবার শট নিয়েও গোল শোধ করতে পারছিলেন না ম্যাথিউস কুনহা, ব্রায়ান এমবেউমোরা।
MBUEMO MISSES THE PEN AND MAN UNITED ARE ELIMINATED BY FOURTH DIVISION SIDE GRIMSBY TOWN!
THE SCENES AS THE FANS INVADE THE PITCH 😱 pic.twitter.com/IYygz7aT0G
অবশেষে ৭৫ মিনিটের মাথায় এক গোল শোধ করেন ব্রায়ান এমবুয়েমো। শেষ চাল হিসেবে ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েরকে মেকশিফট স্ট্রাইকার হিসেবে খেলাতে বাধ্য হন রুবেন আমোরিম। কার্যকরী হয় সেই স্ট্র্যাটেজি। ৮৯ মিনিটে ম্যাসন মাউন্টের কর্নার থেকে জোরালো হেড দিয়ে গোল করেন ইংল্যান্ডের এই ডিফেন্ডার।
Manchester Is Red. pic.twitter.com/dyZ6SklWQe
সরাসরি টাইব্রেকারে গড়ায় খেলা। সেখানেও চূড়ান্ত নাটক। ৫ নয়, ১৫টা পেনাল্টির পরেও ফয়সালা হয়নি ম্যাচের। দুই গোলকিপারও পেনাল্টি নিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারেননি। টাইব্রেকারের ফল যখন ১১-১১, তখন শট নিতে আসেন ব্রায়ান এমবেউমো। তাঁর শট লাগে বারে।
Was hoping we could use this… #GTFC pic.twitter.com/lftTZgHg8b
হতাশা, কান্নায় ভেঙে পড়েন গ্যালারিতে উপস্থিত ৯০০০ ম্যান ইউ সমর্থক। অন্য দিকে ঐতিহাসিক জয়ের পরে মাঠে ঢুকে আসেন গ্রিমসবির সমর্থকরা। এই ম্যাচ হেরে আরও চাপ বাড়ল কোচ রুবেন আমোরিমের উপরে। ম্যাচ শেষে তিনি স্বীকারও করে নিলেন, খেলা থেকে সম্পূর্ণ হারিয়ে গিয়েছিলেন ম্যান ইউর ফুটবলাররা।