Advertisement

জোতার মৃত্যু, সতীর্থের এমন খবর মানতেই পারছেন না রোনালদো

চ্যানেল আই

প্রকাশ: ৫ জুলাই, ২০২৫

মাসখানেক আগে জার্মানিতে উয়েফা নেশনস লিগে স্পেনের বিপক্ষে দুজনেই খেলেছেন ফাইনালে। সেরার মঞ্চে রোনালদো গোলও করেছিলেন। স্পেনকে হারিয়ে শিরোপা জেতে পর্তুগাল। সেই স্পেনে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সতীর্থ ডিয়েগো জোতা, বিষয়টি মানতেই পারছেন না ক্রিস্টিয়ানো রোনালদো।

ভাইয়ের সাথে সড়ক দুর্ঘটনায় পড়ে মারা যাওয়ার পর জোতাকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জেতা রোনালদো। সিআর সেভেন জাতীয় দল সতীর্থকে নিয়ে লিখেছেন, ‘এ খবরের কোন মানে হয় না। আমরা মাত্রই একসাথে জাতীয় দলে ছিলাম এবং তুমি মাত্রই বিয়ে করেছিলে।’

‘তোমার পরিবার, স্ত্রী এবং সন্তানদের প্রতি আমার সমবেদনা এবং শোক সহ্য করার জন্য পৃথিবীর সব শক্তি তাদের দিক। আমি জানি তুমি সবসময় দলের সাথে থাকবে। শান্তিতে থেকো ডিয়েগো এবং সিলভা। আমরা তোমাদের অভাব অনুভব করব।’

বৃহস্পতিবার ভোরে স্পেনের জামেরা প্রদেশে প্যালাসিওস ডি সানাব্রিয়া শহরের কাছে এ-৫২ হাইওয়ের ৬৫ কিলোমিটারে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তাদের গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মারা যান দুভাই জোতা ও আন্দ্রে।

Lading . . .