নেইমারের জোড়া গোল, তিন ম্যাচ পর জয় পেল সান্তোস
প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫
সান্তোসে সুখী নেইমার। পুরনো রূপে ফিরছেন এই ব্রাজিলিয়ান। এবার তার পায়ে দেখা গেল জোড়া গোল, জিতেছে তার দলও। একই সাথে নজর কেড়েছে নেইমারের চুল!
ভিন্ন ভিন্ন স্টাইলে চুল সাজানো নেইমারের জন্য নতুন কিছু নয়। এবার ফের চুলের স্টাইলে পরিবর্তন এনেছেন তিনি। চুলের সাজে পরিবর্তন আসলেও পরিবর্তন নেই পায়ের জাদুতে।
মঙ্গলবার সকালে আরো একবার দেখা গেল ফুটবল জাদুকর নেইমারকে। চোটের কারণে প্রায়ই মাঠে থাকা এই ফুটবলার এদিন করেছেন জোড়া গোল। সান্তোসের জয় ৩-১ গোলে।
ব্রাজিলিয়ান লিগে সকালে মুখোমুখি হয়েছিল নেইমারের ক্লাব সান্তোস ও জুভেন্টুড। হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছে সান্তোস।
৩৭তম মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় তারা। তিন মিনিট পর আলভারো ব্যারিয়ালের গোলে লিড ডাবল করে ব্রাজিলের ক্লাবটি। তবে প্রথম হাফেই এক গোল শোধ দেয় জুভেন্টুড।
বিরতির পরও লিড ধরে রাখে সান্তোস। সেই লিড আরো বাড়ে ৮০ মিনিটে। পেনাল্টি থেকে দলের তৃতীয় ও ব্যক্তিগত দ্বিতীয় গোলটা করেন নেইমার। ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সান্তোস।
শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে দলটা। ফলে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল সান্তোস। সব মিলিয়ে লিগে লিগে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে রয়েছে তারা।