Advertisement

সাফল্যের অন্যতম কারিগর, প্রয়াত জোতার ২০ নম্বর জার্সিকে ‘অমর’ ঘোষণা লিভারপুলের

এই সময়

প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫

অমর জার্সি,Ei Samay
অমর জার্সি,Ei Samay

দিয়োগো জোতা প্রাণ হারিয়েছেন ২৪ ঘণ্টাও কাটেনি। তাঁর স্মৃতিতে বড় সিদ্ধান্ত নিল তাঁর ক্লাব লিভারপুল। জোতার ব্যবহৃত ২০ নম্বর জার্সিকে অমর ঘোষণা করল ক্লাব। যার অর্থ, লিভারপুলে আর কোনও প্লেয়ার ২০ নম্বর জার্সি পরে খেলতে পারবেন না। ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জোতার জার্সিকে অবসরের পাঠানোর সিদ্ধান্তের কথা জানানো হয়।

জোতা ও তাঁর ভাইয়ের দুর্ঘটনার খবর আসার পরেই সমর্থকরা জোতার ২০ নম্বর জার্সিতে অবসরে পাঠানোর দাবি করতে থাকেন। সেই দাবিকে মান্যতা দিল লিভারপুল, এ বার তাঁর দেশ পর্তুগাল কী করে সেই দিকে তাকিয়ে সকলে।

Diogo Jota Jersey retire

দিয়োগো জোতার জার্সিতে অবসরে পাঠানো নিয়ে লিভারপুলের পক্ষ থেকে বলা হয়, ‘২০২৪-২৫ মরশুমে লিভারপুলের জার্সিতে প্রিমিয়ার লিগ জয়ে জোতার অবদানের জন্য তাঁর ২০ নম্বর জার্সিকে অমর করা হলো। মার্সিসাইড ডার্বিতে তাঁর গোলটা ছিল জীবনের শেষ গোল। সেটা এখনও আমাদের হৃদয়ে রয়েছে।’

গত ৩ এপ্রিল আনফিল্ড স্টেডিয়ামে এভারটনের বিরুদ্ধে ম্যাচে লিভারপুল ১ গোলে জেতে, যেই গোলটা করেন জোতা।

Diogo Jota Jersey retire

কী ভাবে দুর্ঘটনার কবলে পড়লেন জোতা ও তাঁর ভাই আন্দ্রে?

স্পেনের সানাব্রিয়ার জ়ামোরা অঞ্চল দিয়ে যাওয়া সময়ে রাস্তা থেকে ছিটকে যায় তাঁদের গাড়ি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গাড়িতে। স্থানীয়দের থেকে খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী আসার আগেই প্রাণ হারান তাঁরা।

জোতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ক্রিস্তিয়ানো রোনাল্দো লিওনেল মেসি থেকে শুরু করে বিশ্ব ফুটবলের তারকারা।

Diogo Jota Jersey retire

দিয়োগো জোতাকে শেষ শ্রদ্ধা

দিয়োগো জোতাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য লিভারপুল ক্লাব উদ্যোগ নিয়েছে। আনফিল্ড স্টেডিয়ামের রিসেপশনে একটা বই রাখা হয়েছে ক্লাবের পক্ষ থেকে, যেখানে সমর্থকরা জোতার ব্যাপারে কিছু লিখতে পারবেন। যারা আনফিল্ডে যেতে পারবেন না, তাঁদের জন্য অনলাইনে লেখার ব্যবস্থা রাখা হয়েছে। লিভারপুলের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে সেটি। ৭ জুলাই পর্যন্ত দিয়োগো জোতাকে শেষ শ্রদ্ধা জানানো যাবে।

A post shared by Liverpool Football Club (@liverpoolfc)

Lading . . .