এক ম্যাচ হাতে রেখেই এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশ
প্রকাশ: ২ জুলাই, ২০২৫

মেয়েদের এশিয়ান কাপ ২০২৬ এর বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচ ২-২ গোলে ড্র করেছে বাহরাইন ও তুর্কমেনিস্তান। গ্রুপে মধ্য এশিয়ার দেশ দুটি সবে এক পয়েন্ট করে অর্জন করল। এই ড্র’তে লাভ হয়েছে বাংলাদেশেরও, এক ম্যাচ হাতে রেখেই প্রথমবার মেয়েদের এশিয়ান কাপে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাছাইপর্বের ‘সি’ গ্রুপে থাকা চারটি দলের দুটি করে ম্যাচ শেষ হয়েছে। দুই ম্যাচের দুটিতে জিতে বাংলাদেশের পয়েন্ট ৬। এক জয়ে তিন পয়েন্ট নিয়ে দুইয়ে আছে স্বাগতিক মিয়ানমার। বাহরাইন ও তুর্কমেনিস্তান নিজেদের মধ্যে ড্র করে ১ পয়েন্ট নিয়ে যথাক্রমে তিনে ও চারে আছে।
বাহরাইন ও তুর্কমেনিস্তানের ড্রয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত হয়েছে বাংলাদেশের। লাল-সবুজের মেয়েরা শেষ ম্যাচে হারলেও মূলপর্বে যাবে। গ্রুপে বাংলাদেশের সমান ৬ পয়েন্ট আদায়ের সম্ভাবনা আছে কেবল মিয়ানমারের। বাহরাইনের বিপক্ষে জিতলে ৬ পয়েন্ট হবে তাদের। এশিয়ান কাপের নিয়ম অনুযায়ী গ্রুপে শীর্ষ দুটি দলের সমান পয়েন্ট থাকলে মুখোমুখি লড়াইয়ের ফলাফল অনুযায়ী গ্রুপসেরা নির্ধারিত হবে। সেই হিসেবে গ্রুপসেরা হয়ে মূলপর্বে যাবে বাংলাদেশ। কারণ মিয়ানমারকে হারিয়ে মুখোমুখিতে এগিয়ে আছে বাংলাদেশ।
বাহরাইন ও তুর্কমেনিস্তানের লড়াইয়ে ফলাফল নির্ধারিত হয়েছে শেষ ১০ মিনিটে। ৮৪ মিনিটে প্রথম গোল করেন তুর্কমেনিস্তানের ক্যারিয়েওয়া। ৮৭ মিনিটে সাবকারের গোলে সমতায় ফেরে বাহরাইন। দুই মিনিট পর ৮৯ মিনিটে আবারও এগিয়ে যায় তুর্কমেনিস্তান, গোল করেন আলিমজানোভা। ৯৬ মিনিটে ম্যাচে সমতা ফেরান বাহরাইনের আল ইসা।