Advertisement

অপ্রতিরোধ্য হাল্যান্ড, ইউনাইটেডকে ৩ গোলে ওড়াল সিটি

এই সময়

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

গোলের সেলিব্রেশন,Ei Samay
গোলের সেলিব্রেশন,Ei Samay

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কি জিততে ভুলে গেল। ম্যাঞ্চেস্টার ডার্বির পর এই প্রশ্নটাই উঠবে। ম্যাঞ্চেস্টার সিটির কাছে ৩-০ গোলে লজ্জার হারের মুখ দেখল ইউনাইটেড। আর তাদের একাই শেষ করে দিলেন আর্লিং হাল্যান্ড। জাতীয় দলের পর ক্লাবের হয়েও চেনা ছন্দে ধরা দিলেন তিনি।

এ বার সিটির মরশুমটা শুরু হয়েছিল একটু ঢিমেতালে। একটা জয়ের পর দুটো হার। আর কামব্যাকের জন্য তারা বেছে নিল রেড ডেভিলসদের। হাল্যান্ডের দুই ও ফডেনের এক গোলের দাপটে জিতে গেল সিটি।

A post shared by Manchester City (@mancity)

লিভারপুলের জয়ের পর, শিরোপা লড়াইয়ে থাকতে হলে এই ম্যাচটা জিততেই হতো সিটিকে। আন্তর্জাতিক বিরতির আগে টানা দুই হারের ধাক্কা কাটানোর জন্য গুয়ার্দিওয়ালা যেই প্রস্তুতি নিয়েছিলেন সেটা দেখা গেল। ফল, বিধ্বংসী রূপে ফিরল সিটি।

তবে ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড হালেও তারা খুব একটা খারাপ খেলেনি। ২-০ ব্যবধানে পিছিয়ে থাকার সময় ব্রায়ান এমবেউমোর শটটা যদি দোন্নারুমা আটকে না দিতেন, হয়তো ম্যাচে ফিরেও আসতে পারত তারা। তবে কপালের জন্য পারেনি।

A post shared by Premier League (@premierleague)

এই জয়ের ফলে প্রিমিয়ার লিগে দশম ম্যানচেস্টার ডার্বি জিতলেন পেপ গুয়ার্দিওয়ালা। স্যর অ্যালেক্স ফার্গুসন (২০) ও ম্যাট বাসবির (১৫) পর এই তালিকায় তিনি এখন তৃতীয়।

এই ম্যাচে হাল্যান্ডকে নিয়ে আলাদা করে বলতেই হয়। এই ম্যাচে তাঁকে থামাতে গিয়ে যেন পা কাঁপছিয় ইউনাইটেডের রক্ষণভাগের। ডার্বি জিততে হলে জান দিয়ে লড়তে হবে, ম্যাচের আগেই বলেছিলেন তিনি। আর করলেনও। নিজেই সামনে থেকে নেতৃত্ব দিলেন। এই মরশুমে প্রিমিয়ার লিগে ৪ ম্যাচে তাঁর গোল সংখ্যা এখন ৫। সব প্রতিযোগিতা মিলিয়ে ৬ ম্যাচে ১১ গোল! দেশ ও ক্লাব মিলিয়ে ১০ দিনেই করেছেন ৮ গোল। এই হাল্যান্ডকে রুখবে কে? এখন এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে।

Lading . . .