Advertisement

ক্লাব বিশ্বকাপ: কোয়ার্টারে রিয়াল-বায়ার্ন-পিএসজির ম্যাচ কবে-কখন?

চ্যানেল আই

প্রকাশ: ২ জুলাই, ২০২৫

ফিফা ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোর লড়াই শেষ। চূড়ান্ত হয়েছে কোয়ার্টারের ৮ দল, কারা কার প্রতিপক্ষ ও সময়-সূচি। রিয়াল মাদ্রিদ, পিএসজি, বায়ার্ন মিউনিখ, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ডের মতো দলের সঙ্গে কোয়ার্টারে উঠেছে দুই ব্রাজিলীয় ক্লাব ফ্লুমিনেন্স ও পালমেইরাস। সৌদি আরব থেকে টিকিট পেয়েছে নেইমার জুনিয়রের সাবেক ক্লাব আল-হিলাল।

কোয়ার্টার ফাইনালে আবারও দেখা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দুদলের, বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি খেলবে ২০২০ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে। ৫ বছর আগে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি লড়াইয়ে ১-০তে জিতেছিল বায়ার্ন।

সম্ভাবনা ছিল ২০২৩ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলা ইন্টার মিলান ও ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়ার। ইন্টারকে আসর থেকে বিদায় করে ব্রাজিলীয় ক্লাব ফ্লুমিনেন্স, অন্যদিকে পেপ গার্দিওলার সিটিকে বিদায় করেছে সৌদি ক্লাব আল-হিলাল। লড়াইটা এখন হবে ফ্লুমিনেন্স ও আল-হিলালের মধ্যে।

এখন একমাত্র ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব হিসেবে চেলসি টিকে আছে এপর্বে। তাদের সামনে ব্রাজিলের আরেক দল পালমেইরাস।

এক নজরে দেখে নেয়া যাক ক্লাব বিশ্বকাপে কোয়ার্টারের সময়-সূচি
৪ জুলাই: আল হিলাল-ফ্লুমিনেন্স (রাত ১টা, ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়াম)
৫ জুলাই: চেলসি-পালমেইরাস (সকাল ৭টা, লিঙ্কন ফাইনান্সিয়াল ফিল্ড)
৫ জুলাই: পিএসজি-বায়ার্ন মিউনিখ (রাত ১০টা, মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম)
৫ জুলাই: রিয়াল মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ড (রাত ২টা, মেটলাইফ স্টেডিয়াম)

সেমিফাইনাল
৯ জুলাই: রাত ১টা
১০ জুলাই: রাত ১টা

ফাইনাল
১৪ জুলাই রাত ১টা, মেটলাইফ স্টেডিয়াম

Lading . . .