Advertisement

বিশ্বের সেরা পাঁচের একটি সৌদি প্রো লিগ: রোনালদো

চ্যানেল আই

প্রকাশ: ২ জুলাই, ২০২৫

আল-নাসেরের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে ভিডিও বার্তায় রোনালদো বলেছেন, ‘অবশ্যই, আমরা এখনও উন্নতি করে চলেছি, কিন্তু আমার বিশ্বাস এ মুহুর্তে বিশ্বের সেরা পাঁচ লিগের মধ্যে আছে সৌদি প্রো লিগ। আমি এখনও বিশ্বাস করি যে, আমরা উন্নতি অব্যাহত রাখব, আমাদের কাছে সময় আছে এবং আমরা গত দুবছরে লিগের উন্নতি দেখেছি।’

‘আমি খুশি কারণ, জানি লিগটি প্রতিযোগিতাপূর্ণ। যারা সৌদি আরবের লিগে কখনও খেলেনি, তারা কিছুই বুঝতে পারে না, তারা বলে এ লিগ বিশ্বের সেরা পাঁচে নেই। আমি আমার কথা শতভাগ সঠিক এবং যারা এ লিগে খেলে তারা জানে আমি কী বলছি।’

২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব। বিষয়টিকে সাদরে গ্রহণ করে রোনালদো বলেছেন, ‘এ কারণেই আমি এখানে থাকতে চাই, কারণ এ প্রোজেক্টে আমি বিশ্বাস করি- শুধু দুবছর না, ২০৩৪ সাল পর্যন্ত, যেখানে বিশ্বকাপ হবে। আমার বিশ্বাস ওই বিশ্বকাপ হবে বিশ্বের সেরা আয়োজনের বিশ্বকাপ।’

Lading . . .