Advertisement
  • হোম
  • চাকরি
  • ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড

ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড

জনকণ্ঠ

প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) লি:, সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জের চলমান বিভিন্ন প্রজেক্টের অধীনে প্ল্যানিং অ্যান্ড ডিজাইন বিভাগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে চুক্তিভিত্তিক জনবল নিয়োগ প্রদান করা হবে।
১. পদের নাম: সহকারী প্রকৌশলী। পদ সংখ্যা: ২টি। শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন নেভাল আর্কিটেকচার/মেকানিক্যাল। অভিজ্ঞতা: যে কোনো স্বীকৃত শিপইয়ার্ড/ডকইয়ার্ড/ ডিজাইন হাউসে জাহাজ নির্মাণ/মেরামত, ডিজাইন সংক্রান্ত কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন। শিপবিল্ডিং সংক্রান্ত সফ্টওয়্যার অটোক্যাড, ম্যাক্সসার্ফ, রিনো, শিপ কন্সট্রাকটরে পারদর্শী। বয়স: ২৪ জুলাই ২০২৫ এ অনূর্ধ্ব ৩৫ বছর।
২. পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী। পদ সংখ্যা: ২টি। শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন নেভাল আর্কিটেকচার/শিপবিল্ডিং/মেকানিক্যাল। অভিজ্ঞতা: যে কোনো স্বীকৃত শিপইয়ার্ড/ডকইয়ার্ড/ ডিজাইন হাউসে জাহাজ নির্মাণ/মেরামত, ডিজাইন সংক্রান্ত কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন। শিপ ডিজাইন সংক্রান্ত সফ্টওয়্যার অটোক্যাড, ম্যাক্সসার্ফ, রিনো, শিপ কন্সট্রাকটরে পারদর্শী ও বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন। বয়স: ২৪ জুলাই ২০২৫ এ অনূর্ধ্ব ৩২ বছর।
বিস্তারিত: www.dewbn.gov.bd
আবেদনের শেষ তারিখ: ২৪ জুলাই ২০২৫ অফিস চলাকালীন ‘বরাবর ব্যবস্থাপনা পরিচালক, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লি:, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, বন্দর-১৪১০, বন্দর, নারায়ণগঞ্জ- এই ঠিকানায় প্রেরণ করতে হবে।

আরও পড়ুন

Lading . . .