ভাইরাল সেই ক্ষুদে ফুটবলার জিসানের দায়িত্ব নিলেন তারেক রহমান
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ফুটবলে পায়ের জাদু ও অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পঞ্চম শ্রেণিতে পড়ুয়া বালক জিসানের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। তার পৃষ্ঠপোষকতা এবং লেখাপড়াসহ সব দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এমন বার্তা নিয়ে সোমবার জিসানদের বাড়িতে আসেন জাতীয় দলের সাবেক গোলকিপার আমিনুল ইসলাম।
জানা গেছে, একান্ত শৈশব থেকেই মেসি ও ম্যারাডোনার খেলা দেখে ফুটবল খেলার প্রতি দারুণ আগ্রহ তৈরি হয় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের অটোরিকশাচালক জজ মিয়ার ছেলে জিসানের। অসাধারণ ফুটবল আসক্তির জন্য এক সময় মা-বাবার হাতে মারও খেয়েছে সে; কিন্তু কিছুতেই দমার ছেলে নয় জিসান। আর তাই দরিদ্র মা-বাবা একপর্যায়ে তাকে ফুটবল, বুট-জুতা-মৌজাসহ অন্য উপকরণ কিনে দেন।
দরিদ্র মা-বাবার এমন আগ্রহেই শেষপর্যন্ত ফুটবলের বিস্ময় বালক হয়ে ওঠে বড়দের সঙ্গেও মাঠে দাপিয়ে বেড়ানো শুরু করে জিসান। এমন অসাধারণ পায়ের জাদু ও ক্রীড়াশৈলীতে হতবাক লোকজন জিসানের ফুটবলের জাদু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলে দ্রুত ভাইরাল হয়ে ওঠে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক খেলাধুলাসহ লেখাপড়া করানোর দায়িত্ব নেওয়ার এমন অসামান্য সুযোগ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত ফুটবলের ক্ষুদে জাদুকর জিসান। তার বাবা অটোরিকশাচালক জজ মিয়াও উচ্ছ্বসিত। এক কথায় জিসানের পরিবারের পাশাপাশি কটিয়াদীবাসীর মধ্যেও আনন্দের বন্যা বইছে।
জাতীয় দলের সাবেক গোলকিপার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম যুগান্তরকে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফুটবলের বিস্ময় বালক ক্ষুদে জাদুকর জিসানের এমন নৈপুণ্য ও ক্রীড়াশৈলী দেখে হতবাক হয়েছেন। তিনি ওই ক্ষুদে ফুটবলারের দায়িত্ব নিতে আমাকে এখানে পাঠিয়েছেন। বিএনপি ক্রীড়াঙ্গনের এ ধরনের প্রতিভাকে লালনের মাধ্যমে আমাদের জাতীয় ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে চায়। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ক্রীড়াবিদদের পরিচয় করিয়ে দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে চায়। বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশ থেকে সংগৃহীত এসব প্রতিভার যথাযথ বিকাশে যুগোপযোগী কর্মসূচিও হাতে নেবে।
আরও পড়ুন