Advertisement

এনজিও মাঠকর্মীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন

যুগান্তর

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদীতে ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের মাঠকর্মী দিতি খানমের বিরুদ্ধে আনা জালিয়াতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকায় নিজ বাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন দিতি খানম। এ সময় তার পরিবারের সদস্য ও কয়েকজন গ্রাহক উপস্থিত ছিলেন।

দিতি খানম বলেন, তার বিরুদ্ধে ভুয়া সদস্য বানিয়ে ঋণ তোলা ও সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগ এনে প্রতিষ্ঠানটি আইনি নোটিশ দিয়েছে। মোট ৩৬ লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেন তিনি।

দিতির অভিযোগ, আঞ্চলিক ব্যবস্থাপক হারুন অর রশীদ, তৎকালীন শাখা ব্যবস্থাপক এ এইচ এম কামাল ও হিসাবরক্ষক উম্মে হাবীবা গ্রাহকদের অজান্তে টাকা উত্তোলন করেছেন। বিষয়টি জানানোর পর শাখা ব্যবস্থাপক ও হিসাবরক্ষক সাময়িকভাবে বহিষ্কৃত হলেও আঞ্চলিক ব্যবস্থাপকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে ষড়যন্ত্র করে তাকেই অভিযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে আঞ্চলিক ব্যবস্থাপক হারুন অর রশীদ বলেন, দিতির আনা সব অভিযোগ মিথ্যা। আমরা কারও অজান্তে ঋণ তুলি নাই। বরং তার দেওয়া কাগজপত্রের ভিত্তিতেই ঋণ অনুমোদন করা হয়। যাচাইয়ের ঘাটতির সুযোগ নিয়ে দিতিই অর্থ আত্মসাৎ করেছেন।

আরও পড়ুন

Lading . . .