Advertisement

১০ হাজার ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

যুগান্তর

প্রকাশ: ৭ জুলাই, ২০২৫

24obnd

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সালাম (৪০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

গ্রেফতারকৃত আব্দুস সালাম সোনাইছড়ি এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে নিজেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা পরিচয় দিয়ে আসছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইছড়ি তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম সোনাইছড়িতে অভিযান চালিয়ে আব্দুস সালামকে ১০ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে তাকে বান্দরবান আদালতে পাঠানো হয়েছে।

জব্দ করা ১০ হাজার পিস বার্মিজ ইয়াবার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানান ওসি।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আব্দুস সালাম দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা ব্যবহার করে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তবে দলীয় প্রভাব এবং পরিচয়ের কারণে এতদিন সে ধরাছোঁয়ার বাইরে ছিল। গ্রেফতারের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Lading . . .