Advertisement

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী নারী ও সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

প্রথম আলো

প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

মরদেহপ্রতীকী ছবি
মরদেহপ্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে রেল ও সড়কপথে পৃথক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

ট্রেনে কাটা পড়ে নিহত নারীর নাম আমচি (৫৫)। তিনি কালীগঞ্জ পৌরসভার ঈশ্বরবা গ্রামের বাসিন্দা ও মানসিক প্রতিবন্ধী ছিলেন। অন্যদিকে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম রুহুল আমিন (৪০)। তিনি কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামের হামিদুল ইসলামের ছেলে ও পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আজ সকাল ৯টার দিকে রুহুল আমিন মোটরসাইকেল নিয়ে কালীগঞ্জের দিকে আসছিলেন। পথে ঈশ্বরবা-কাশিপুর সড়কের মাঝামাঝি স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি নসিমন গাড়িতে ধাক্কা দেয়। এতে রুহুল ঘটনাস্থলেই নিহত হন।

অন্যদিকে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, আজ সকালে মোবারকগঞ্জ স্টেশনের অদূরে বাবরা গেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়েন ওই নারী। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।

Lading . . .