Advertisement

যুবদলের কেন্দ্রীয় পদ দেওয়ার নামে প্রতারণা, ভুয়া ব্যারিস্টার গ্রেফতার

যুগান্তর

প্রকাশ: ৮ জুলাই, ২০২৫

গ্রেফতার শামীম রহমান। ছবি: যুগান্তর
গ্রেফতার শামীম রহমান। ছবি: যুগান্তর

বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়ে যুবদলে ভালো পদবি দেওয়ার নামে প্রতারণার দায়ে শামীম রহমান (৩৩) নামে এক ভুয়া ব্যারিস্টারকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন পদে চাকরি, বদলি ও পোস্টিং দেওয়ার নামে প্রতারণার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান এ তথ্য জানিয়েছেন। পরে তাকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকার উত্তরা পূর্ব থানাধীন উত্তরা ৪নং সেক্টরের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে বগুড়া ডিবি পুলিশ। বগুড়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ২ জুলাই রাতে বগুড়া সদর থানায় অভিযোগ করেন।

গ্রেফতার শামীম রহমান বগুড়া শহরের নিশিন্দারা কারবালা এলাকার মৃত লিল মিয়ার ছেলে।

পুলিশ ও মামলা সূত্র জানায়, কিছুদিন আগে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শামীম রহমানের সঙ্গে বগুড়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন ও শেকেরকোলা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী জায়েদারের পরিচয় হয়।

এ সময় শামীম নিজেকে পেশায় ব্যারিস্টার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দেন। কাজের জন্য বেশিরভাগ সময় তিনি ঢাকায় থাকেন। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তার যোগাযোগ ভালো। তাই ভালো পদ-পদবি দিতে পারবেন বলে আশ্বাস দেন তিনি। এরপর গত ২২ জুন বিকালে তাদের দুজনকে বগুড়া শহরতলির গোকুল এলাকায় হোটেল মম ইনের কফি শপে ডেকে নেন। ওই দুইজন সেখানে গেলে তাদের কেন্দ্রীয় যুবদলের পদ পাইয়ে দেওয়ার জন্য ইমরানের কাছে দুই লাখ টাকা এবং গোলাম রব্বানীকে জেলা যুবদলে ভালো পদে দেওয়ার নামে এক লাখ টাকা দাবি করেন। তখন তাকে বিশ্বাস করে ইমরান ও রব্বানী ৫০ হাজার টাকা দেন।

পরে খোঁজ নিয়ে জানতে পারেন, তারা প্রতারণার শিকার হয়েছেন। ব্যারিস্টার শামীম রহমান নামে তারেক রহমানের কোনো চাচাতো ভাই নেই। ওই ব্যক্তি বগুড়াসহ বিভিন্ন জেলায় ফোন ও মেসেজ দিয়ে দলীয় নেতাকর্মীদের ও প্রশাসনের বিভিন্ন সিনিয়র কর্মকর্তাদের ভালো পদ এবং পোস্টিংয়ের কথা বলে টাকা দাবি করে আসছেন।

বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার জানান, অভিযোগ পাওয়ার পর নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতারক শামীম রহমানের অবস্থান শনাক্ত করেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বগুড়া ডিবি পুলিশের একটি দল ডিএমপির উত্তরা পূর্ব থানাধীন উত্তরা ৪নং সেক্টরের মাটির মসজিদ এলাকায় বিশেষ অভিযান চালায়।

এ সময় শামীম রহমানকে গ্রেফতার করা হয়। তার কাছে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানির এক ডজন সিম কার্ড, দুটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চারটি এটিএম কার্ড ও আসামির নিজ নামে বিভিন্ন ব্যাংকের স্বাক্ষরিত ১০টি ফাঁকা চেক উদ্ধার করা হয়।

ডিবির ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম রহমান অর্থ আত্মসাতের জন্য নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই ও ভুয়া ব্যারিস্টার পরিচয়ে প্রতারণা করে আসছিলেন বলে স্বীকারোক্তি দেন। দুপুরে ডিবি কার্যালয়ে প্রেস ব্রিফিং শেষে তাকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করা হয়েছে।

Lading . . .