যুগান্তর
প্রকাশ: ৭ জুলাই, ২০২৫

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গোগ বাজারসংলগ্ন জালালপুর হাওড় এলাকা থেকে বস্তাবন্দি অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জুলাই) স্থানীয়রা হাওড়ে একটি বস্তা মুড়ানো অবস্থায় পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন। কেন্দুয়া থানার পুলিশ এসে বস্তাটি খুলে ভেতর থেকে একটি পুরুষের লাশ উদ্ধার করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ ধারণা করছে, তাকে হত্যা করে লাশ হাওড়ে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্ত হয়নি। লাশটি নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন