Advertisement

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসক নিহত

যুগান্তর

প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

যশোর-খুলনা মহাসড়কের আলীপুর আমডাঙ্গা স্লুইসগেট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম নামের একজন চিকিৎসক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চিকিৎসক সাইফুল ইসলামের (৪৬) বাড়ি যশোর শহরের জেল রোডে। তিনি ওই এলাকার সিরাজুল ইসলাম ও পারভীন ইসলামের ছেলে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় রানা নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। তিনি অভয়নগর উপজেলার মহাকাল গ্রামের ভাড়াটিয়া হিসাবে বসবাস করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই আজিজুল বারী জানান, যশোর থেকে খুলনার দিকে যাচ্ছিলেন সাইফুল ইসলাম। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও পড়ুন

Lading . . .