সাতক্ষীরায় সবজিখেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রকাশ: ২৪ জুলাই, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামে একটি সবজিখেত থেকে ইকবাল হোসেন (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে গ্রামের আকরাম হোসেনের সবজিখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইকবালের স্ত্রী আসমা বেগম বলেন, তাঁর স্বামী ইকবাল সোমবার দুপুরের দিকে বাড়ি থেকে বের হন। রাত ১১টার দিকে জানতে পারেন তাঁর মরদেহ পড়ে আছে তাঁদের গ্রামের আকরাম হোসেনের সবজিখেতে। তিনি গিয়ে মরদেহ শনাক্ত করেন। তিনি বলেন, ‘সবাই কতে আমার স্বামীর গায়ে কারেন্ট নেগে মরে গে। সুস্থ মানুষটা বাড়ি থেকে গেল আর ফিরল না। তা–ও ওই খেতে কী করতি যাবে আমার স্বামী।’
শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, গোবিন্দপুর গ্রামের আকরাম হোসেন সোমবার রাত আটটার দিকে থানায় এসে জানান তাঁর সবজিখেতে একজনের মরদেহ পড়ে আছে। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ইকবাল হোসেন মাদকাসক্ত ছিলেন।
মিজানুর রহমান বলেন, কেউ যাতে চুরি করতে না পারে, এ জন্য আকরাম হোসেনের সবজিখেতের ঘেরার সঙ্গে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন। মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।