Advertisement

সাদাপাথর লুটের ঘটনায় আরেকজন গ্রেফতার

যুগান্তর

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

সিলেটের বহুল আলোচিত ভোলাগঞ্জ পর্যটন কেন্দ্রের সাদাপাথর লুটের ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

রোববার রাতে কোম্পানীগঞ্জ উপজেলার বিলাজুর গ্রামে নিজ বাড়ি থেকে সুনীল বিশ্বাসকে (৩১) গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানার পুলিশ। তিনি স্থানীয় ধরনী বিশ্বাসের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গ্রেফতার অভিযান শুরুর খবর ছড়িয়ে পড়ার পর পাথরকাণ্ডে জড়িতসহ প্রায় সবধরনের পাথর ব্যবসায়ী সবাই গা-ঢাকা দিয়েছেন। গ্রেফতার আতঙ্কে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এর আগে গত শনিবার দিবাগত রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) আলোচিত মামলার অন্যতম মূল আসামি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সাহাব উদ্দিন (৫৪) ভোলাগঞ্জ এলাকার মৃত আব্দুল বারীর ছেলে। সাদাপাথর লুটের পর দুদকের করা লুটকারীদের তালিকায় সাহাব উদ্দিনের নাম শীর্ষভাগে রয়েছে। গোয়েন্দাসহ প্রশাসনের করা অন্যান্য তালিকাতে সাহাব উদ্দিনের নাম শীর্ষভাগে রয়েছে বলে জানা গেছে। পাথর লুট ছাড়াও কোয়ারির পার্শ্ববর্তী ভোলাগঞ্জ ১০ নাম্বারে সরকারি বিশাল জায়গা দখল করে ব্যবসায়ীদের কাছ থেকে সাইড ভাড়ার নামে গত কয়েক বছরে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে সাহাব উদ্দিনের বিরুদ্ধে। এসব বিষয় সামনে রেখে তদন্তকারীরা এগোচ্ছেন বলে জানা গেছে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশ সাহাব উদ্দিনের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলেও শুনানি হয়নি।

উল্লেখ্য, ভোলাগঞ্জ সাদা পাথর বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক পর্যটন কেন্দ্র হলেও গত এক বছরে অনিয়ন্ত্রিত উত্তোলন ও লুটপাটের কারণে পরিবেশের ভয়াবহ ক্ষতি হয়েছে। গণমাধ্যমে এসব অনিয়ম প্রকাশিত হলে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অভিযানে নামতে বাধ্য করে।

এরপরই দুদক তদন্ত শেষে এ পাথর লুটের দায়ে সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলামসহ ৫২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে সাদাপাথর লুটে জড়িত মর্মে একটি প্রতিবেদন দাখিল করে। বিষয়টি দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে।

এরপরই সিলেটে বদলি হন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি সিলেটে এসে সাদাপাথরের লুট হওয়া পাথর প্রতিস্থাপনে উদ্যোগ নেন এবং প্রায় ৩০ লাখ ঘনফুট পাথর বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে সাদাপাথরে বিছিয়ে দেন।

আরও পড়ুন

Lading . . .