প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বরিশালের ফরচুন সুজ কারখানায় তালা দিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বরিশাল বিসিক শিল্প নগরীর ফরচুন সুজ লিমিটেডে এ ঘটনা ঘটে।
বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে শান্ত হয়ে কাজে যোগ দেয় তারা।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রতি মাসের বেতন পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে দেওয়ার কথা থাকলেও ২ মাস যাবত বেতন দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। এছাড়া বেশ কয়েক মাসের ওভারটাইমের টাকা পাওনা রয়েছে। চাকরি চলে যাওয়ার ভয়ে আমরা কিছু বলতে পারি না, বললেই আমাদের পুলিশ দিয়ে হয়রানির ভয় দেখায়।
শ্রমিকরা বলেন, মাসের পর মাস বেতন না পেলে আমরা খাব কী? কোথা থেকে বাসা ভাড়া দেব। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ফরচুন সুজ চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, কিছু ভুল বোঝাবুঝির কারণে শ্রমিকরা এমনটা করেছেন। পরে বুঝিয়ে বলার পর তারা কাজে ফিরে গেছেন। এটা তেমন কোনো বিষয় নয়। পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।