Advertisement

স্কুলের মাঠে প্রধান শিক্ষকের ধান চাষ

যুগান্তর

প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৫

24obnd

বরগুনার পাথরঘাটা উপজেলার উত্তর পশ্চিম জালিয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে ধানের বীজতলা তৈরি করা হয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল আলমের নির্দেশে ধান চাষ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রধান শিক্ষকের বক্তব্য নিতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

রোববার স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, চলতি মৌসুমে টানা বৃষ্টির কারণে আমন ধানের বীজতলা পানির নিচে তলিয়ে যায়। তাই প্রধান শিক্ষকের নির্দেশে বিদ্যালয়ের মাঠে এক মাস ধরে আমন ধানের বীজতলা তৈরি করে রাখা হয়েছে।

জানা গেছে, রোববার অভিযুক্ত শিক্ষক খাইরুল আলমের বক্তব্য জানতে চাইলে একজন সাংবাদিককে তিনি ধাক্কা দিয়ে সরিয়ে দেন। পরে ঘরের দরজা বন্ধ করে আত্মগোপনে চলে যান।

পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ইউএনও।

আরও পড়ুন

Lading . . .