Advertisement

একই কলেজের ১০ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

কালবেলা

প্রকাশ: ৬ জুলাই, ২০২৫

বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা
বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একই কলেজের ১০ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় ৯ শিক্ষার্থী স্মার্ট ফোন নিয়ে ও একজন হাতে লেখা নকল নিয়ে ধরা পড়ায় তাদের বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসান। বহিষ্কৃত পরীক্ষার্থীরা সবাই বারহাট্টা সরকারি কলেজের শিক্ষার্থী।

জানা যায়, বৃহস্পতিবার ছিল ইংরেজি ২য় পত্রের পরীক্ষা। শুরু থেকেই মোবাইল ফোন দেখে দেখে পরীক্ষা দিচ্ছিল এসব শিক্ষার্থী। বিগত সময়েও এই কেন্দ্রটিতে অসৎ উপায়ে পরীক্ষা দেওয়ার অভিযোগ রয়েছে বলে জানা যায়। তাই পরীক্ষার্থীদের পাশাপাশি ছয়জন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান কালবেলাকে জানান, বারহাট্টা সিকেপি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে নকল করার অপরাধে দশজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের সঙ্গে থাকা মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে। পরীক্ষার হলে দায়িত্ব পালন করা ছয়জন কক্ষ পরিদর্শকদেরও অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীরা এ বছর আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবে না।

Lading . . .